WB Corona Cases: রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু
West Bengal Corona Update: শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭০৩, মৃত্যু হয় আটজনের।
![WB Corona Cases: রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু West Bengal Coronavirus Updates: 661 new cases, 688 recoveries with 7 deaths recorded in 24 hours in the state WB Corona Cases: রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/28/3a6bc2272bdeccf53552e8e6d3b82966_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমল। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী করোনায় মৃত্যুর সংখ্যাও কমেছে। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৭১৭ জন। মৃত্যু হয় ৯ জনের। শুক্রবার নতুন করে করোনা আক্রান্ত হন ৭০৩ জন। মৃত্যু হয় আটজনের। শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতজনের।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮৮ জন। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৯,১০৯। রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৪৬,৮৯৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫,১৯,৩৭২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮,৪১৭ জনের।
এরই মধ্যে রাজ্যে ফের বাড়ল ‘কার্যত লকডাউন’-এর মেয়াদ। নবান্ন থেকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আবহে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ। বন্ধই থাকছে লোকাল ট্রেন। তবে ছাড়া দেওয়া হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারগুলিকে। নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে, করোনার বিধি মেনে খোলা যাবে প্রশিক্ষণ কেন্দ্রগুলি।
এদিকে, দেশে করোনার টিকাকরণের রেকর্ড গড়ার পরদিনই বাড়ল দৈনিক সংক্রমণ। ফের পাঁচশো পার করল দৈনিক মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭৫৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৫০৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৮০২ জন। একদিনে ৩১ হাজার ৩৭৪ জন সুস্থ হয়েছেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)