WB News Live Updates: পুরভোট হিংসায় মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে মামলা
Get the latest West Bengal News and Live Updates: ৩০ বছর ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে চন্দননগর ইন্ডোর (Chandannagar Stadium) স্টেডিয়াম। দখল হয়ে যাচ্ছে স্টেডিয়ামের জায়গা
LIVE
Background
৩০ বছর ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে চন্দননগর ইন্ডোর (Chandannagar Stadium) স্টেডিয়াম। দখল হয়ে যাচ্ছে স্টেডিয়ামের জায়গা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকা পরিণত হচ্ছে দুষ্কৃতীদের আখড়ায়। যা নিয়ে পুরভোটের মুখে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এয়ার ইন্ডিয়ার (Air India) হ্যাঙ্গারে ট্র্যাক্টর উল্টে বিমানবন্দর কর্মীর মৃত্যু। ট্র্যাক্টর থেকে ছিটকে পড়ে পিষ্ট হয়ে গ্রাউন্ড স্টাফের মৃত্যু। কলকাতা বিমানবন্দরেই জলপাইগুড়ির বাসিন্দা সঞ্জিৎ রায়ের মৃত্যু। গ্রাউন্ড স্টাফের মৃত্যু নিয়ে এখনও মেলেনি বিমানবন্দরের প্রতিক্রিয়া।
জনস্বার্থেই পিছনো যেতে পারে পুরভোট, বলছেন চিকিত্সকরা। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিক কমিশন, মত বিকাশরঞ্জন ভট্টাচার্যের। ভোট স্থগিত চায় বিজেপি।
২ সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট, খবর সূত্রের। ভোট পিছোতে কমিশনের কাছে আবেদন তৃণমূলের, খবর সূত্রের। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর, এই ৪ পুরসভার ভোট হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি। করোনার সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে আবেদন তৃণমূলের।
জঙ্গলমহল উৎসব কি পিছিয়ে দেওয়া সম্ভব? ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে জেলাশাসককে নির্দেশ কলকাতা হাইকোর্টের। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে নির্দেশ। ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা জঙ্গলমহল মেলা। তিনদিন ধরে চলার কথা জঙ্গলমহল মেলা। জঙ্গলমহল মেলা স্থগিতের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা।
West Bengal News Live Updates: ব্যান্ডেলে বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে ডাকাতি
বাড়ি ভাড়া চাইতে এসে ডাকাতি! বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে চলল লুঠপাট। আতঙ্কে ঘুম ছুটল এলাকাবাসীর। ব্যান্ডেল বিক্রম নগরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
WB News Live Updates: ক্রিপটোকারেন্সির নামে প্রতারণা শহরে, ধৃত অভিযুক্ত
ক্রিপটোকারেন্সির নামে প্রতারণা। অল্প সময়ে প্রচুর লাভের টোপ। একাধিক ব্যক্তি প্রতারিত। গার্ডেন রিচ থেকে গ্রেফতার অভিযুক্ত।
West Bengal News Live Updates: কলকাতা জুড়ে হানিট্র্য়াপ চক্র, সতর্ক করল পুলিশ
কলকাতা জুড়ে হানিট্র্য়াপ চক্র। সুন্দরী মহিলার ছবি দেওয়া প্রোফাইল থেকে বন্ধুত্বের অনুরোধ প্রথমে। তার পর ভিডিয়ো কল এবং ঘনিষ্ঠতা। সই থেকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো হাতিয়ে তোলাবাজি এবং ব্ল্যাকমেইল। শহরবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ। একাধিক থানায় অভিযোগ দায়ের। এই ধরনের ফোন বা অনুরোধ পেলে ব্লক করে দেওয়ার নির্দেশ।
WB News Live Updates: পুরভোট হিংসায় মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে মামলা
কলকাতা পুরভোটে যুব কংগ্রেসের দায়ের হিংসার অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী ও কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা রুজু করল জাতীয় মানবাধিকার কমিশন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজই যুব কংগ্রেসের অভিযোগকারী নেতার কাছে মামলা রুজুর বিষয়টি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যুব কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোটের দিন একাধিক কংগ্রেস প্রার্থীকে পুলিশের সামনেই মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে প্রকাশ্যে বিবস্ত্র করে হেনস্থা করা হয়। আরও অভিযোগ করা হয়, পুরভোটে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা তো নেয়ইনি, উল্টে অনেক ক্ষেত্রে দুষ্কৃতীদেরই সাহায্য করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন।
West Bengal News Live Updates: হোয়াটসঅ্যাপ ছাড়ার হিড়িক দলে, সব গ্রুপকে অবৈধ ঘোষণা বীরভূম বিজেপি-র
দলে দলে হোয়াটসঅ্যাপ ছাড়ার হিড়িক দেখা দিয়েছে। তা আটকাতে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপকে অবৈধ বলে ঘোষমা করল বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি।