West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে যাচ্ছেন পরেশ অধিকারী
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট
LIVE
Background
কলকাতা : লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী (Pallavi's Friend) ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ। ‘সাগ্নিকের সঙ্গে অন্য কোনও সম্পর্ক ছিল না। পল্লবী আমার ভাল বন্ধু, সাগ্নিকও ভাল বন্ধু। গতকাল সারাদিন এমআর বাঙুর হাসপাতালে ছিলাম। পল্লবীর উপস্থিতিতে ওদের ফ্ল্যাটে একবারই গিয়েছিলাম। পল্লবীর পরিবারের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি ঐন্দ্রিলার।
মৃত অভিনেত্রী পল্লবী দে-র পরিবারের খুনের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত লিভ- ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী-কে গড়ফা থানায় ডেকে রাতভর জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। সোমবার মধ্যরাত পর্যন্ত গড়ফা থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারীক অতুল ভি। এখনও পর্যন্ত গড়ফা থানাতেই রয়েছেন সাগ্নিক। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অভিনেত্রী পল্লবী ও সাগ্নিক কিছু সম্পত্তি ক্রয় করেছিলেন। সেইসব বিষয়েও জিজ্ঞাসাবাদ করে সাগ্নিকের কাছে জানতে চাইছেন তদন্তকারীরা।
এদিকে প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী-সাগ্নিকের। পল্লবীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি সাগ্নিক। অর্থ সংক্রান্ত কোনও জটিলতা ছিল?
এদিকে ক্যাম্পাসে আসছেন না উপাচার্য। বাড়ি থেকে সামলাচ্ছেন কাজ। এই পরিস্থিতিতে, নিখোঁজ পোস্টার পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্যের নামে।
নিউটাউনে রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission) বিবেক তীর্থ নতুন অডিটোরিয়ামের উদ্বোধন। বুদ্ধ পূর্ণিমার দিন অডিটোরিয়ামের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি। আর্ট ইনস্টিটিউট শিকাগোর আদলে তৈরি করা হয়েছে এই অডিটোরিয়াম।
সময়ের আগেই আন্দামান সাগরে ঢুকল বর্ষা। সময়ের আগেই ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা। আন্দামান-কেরলের পথে বাংলাতেও কি আগে ঢুকছে বর্ষা? ১৭ মে-র পরে রাজস্থান, পাঞ্জাব, দিল্লিতে তাপপ্রবাহের সম্ভাবনা কম।
কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি সংলগ্ন এলাকায় পুলিশের টহল। নজরদারির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও, তা মানতে নারাজ তৃণমূল। এর মধ্যেই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযানের অভিযোগ নিয়ে মুখ্যসচিবের কাছে জবাব চাইলেন রাজ্যপাল।
WB News Live Updates: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। পাসবই, চেকবই ও ডেবিট কার্ড আটকে রাখার অভিযোগ প্রাক্তন টাউন তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ঘটনায় অভিযোগকারীদের ডেকে অভিযোগ শুনল ধুলিয়ান পুরসভা। অভিযোগ সত্যি নয়, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর।
West Bengal News Live Updates: মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে
মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে। ঘটনায় তৃণমূল নেতা-সহ ১৫ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।
WB News Live Updates: মুর্শিদাবাদ শহরে গ্যাস লিকের ঘটনায় তুঙ্গে উঠল চাপানউতোর
মুর্শিদাবাদ শহরে গ্যাস লিকের ঘটনায় তুঙ্গে উঠল চাপানউতোর
West Bengal News Live Updates: মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে বিজেপিতে মতবদল
বিকেলে চারজন মণ্ডল সভাপতির নাম ঘোষণা। চার ঘণ্টার মধ্যেই রাজ্য সভাপতির নির্দেশ পেয়ে বাতিল করা হল সেই নাম। গোটা ঘটনাকে ঘিরে পূর্ব মেদিনীপুরে অস্বস্তিতে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গে টেনে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। যদিও কোন্দলের অভিযোগ মানতে নারাজ বিজেপি।>
WB News Live Updates: ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে শ্যুটআউটের ঘটনায় এখনও অধরা হামলাকারীরা
সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি ধরা পড়লেও, ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে শ্যুটআউটের ঘটনায় এখনও হামলাকারীদের গ্রেফতার করতে পারল না পুলিশ। এরমধ্যেই এবিপি আনন্দর হাতে এল, ভিড়ে ঠাসা দোকানের ভিতরের শ্যুটআউটের সময়কার সিসি ক্যামেরার ফুটেজ।