West Bengal News Live Updates: ফের এয়ার টার্বুল্যান্সে পড়ে সমস্যায় যাত্রীবাহী বিমান
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি ((Kolkata Rain)। দহন থেকে কিছুটা স্বস্তি, দক্ষিণবঙ্গের (South Bengal) একাংশে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। কলকাতা ছাড়াও দঃ ২৪ পরগনা (South 24 Paragana), হাওড়া (Howrah), হুগলিতেও (Hooghly) বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি ঝড়ের সম্ভাবনা।
আধঘণ্টার স্বস্তির বৃষ্টির মধ্যেই ঝড়ের তাণ্ডব, আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ল বিমান। ৫৫ মিনিট দেরিতে কলকাতা বিমানবন্দর নামল ইন্ডিগোর বিমান। এয়ার টার্বুল্যান্সে বিমান পড়ে তীব্র ঝাঁকুনি, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ঝড়ের জন্য কলকাতা বিমানবন্দরের পরিষেবা ব্যাহত। প্রায় এক ঘণ্টা কলকাতা বিমানবন্দরে উড়ান ব্যাহত। কলকাতায় ঝড়ের জন্য অন্য রাজ্যে পাঠানো হয় ৬টি বিমান।
অন্যদিকে, মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নান্নুরচক এলাকায়। অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুরসভার তরফে এলাকার বাসিন্দার বাড়ি ভাঙা হচ্ছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, পুরসভার জল প্রকল্পের জন্য জায়গা কেনা ছিল। সেই জমিতে হওয়া বেআইনি নির্মাণগুলিই ভেঙে ফেলা হচ্ছে।
চুরির টাকায় বিলাসবহুল জীবন। হলদিয়া থেকে দিল্লি। পুলিশের খাতায় দাগী চোর হিসেবে নাম রয়েছে। এ হেন দুষ্কৃতীকেই গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকলক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা, বহুমূল্য বিদেশি ঘড়ি-সহ অন্য সামগ্রী।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিটের আইও-কে সিবিআই জিজ্ঞাসাবাদ। আইসি সঞ্জীব ঘোষের ভূমিকা নিয়ে ডিএসপিকে প্রশ্ন: সূত্র। তপন কান্দু খুনে সিটের আইও-কে সিবিআই জিজ্ঞাসাবাদ। রাজ্য পুলিশের সিটের তদন্তকারী অফিসার ডিএসপি অরুণাভ দাস। সিবিআই ক্যাম্পে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ ডিএসপি অরুণাভ দাসকে।
West Bengal News Live Updates: সব্জি থেকে মাছ-মাংসের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা দেখতে তৎপর রাজ্য প্রশাসন
সব্জি থেকে মাছ-মাংসের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা দেখতে তৎপর রাজ্য প্রশাসন। ইংরেজবাজার ও জলপাইগুড়িতে বাজারে বাজারে হানা দিল ইবি। বেআইনি মজুত ও কালোবাজারি হচ্ছে কি না সেদিকেও নজর দেওয়া হচ্ছে। জানিয়েছেন ইবির আধিকারিকরা।
WB News Live Updates: প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান
৮১ লক্ষ টাকা তছরুপের অভিযোগ। প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। বিরোধীদের অভিযোগ, তদন্ত ঠিকমতো হলে রাঘববোয়ালরা ধরা পড়বে।
West Bengal News Live Updates: গড়ফার বিবেকনগরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু
গড়ফার বিবেকনগরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ তরুণীর প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক চলে যাওয়ার পরেই অচৈতন্য হয়ে যান তরুণী। মৃত্যুর নেপথ্যে প্রেমিক, অভিযোগ মৃতার পরিবারের।
WB News Live Updates :নকশালবাড়িতে প্রয়াত নকশাল নেতা কানু সান্যালের বাড়ির একাংশ জবরদখলের অভিযোগ
নকশালবাড়িতে প্রয়াত নকশাল নেতা কানু সান্যালের বাড়ির একাংশ জবরদখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রয়াত নেতার ভিটে মাপজোক করল প্রশাসন। বসানো হয়েছে পুলিশ পিকেটও। আর এনিয়ে শুরু হয়েছে বিতর্ক।
West Bengal News Live Updates:গরম থেকে স্বস্তি, পুরুলিয়ায় কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
গরম থেকে স্বস্তি। পুরুলিয়ায় কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আসানসোলে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। বৃষ্টি বাঁকুড়াতেও।