WB News Live Updates: রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ, ১ দিনে আক্রান্ত ৮৩৫
Get the latest West Bengal News and Live Updates: ২৩ জেলার সব খবরের চটজলদি আপডেট
LIVE
Background
রানাঘাট (Ranaghat) থেকে শান্তিপুর (Shantipur)। বীরনগর থেকে চাকদা। তৃণমূলের প্রার্থী (TMC Candidate) নিয়ে ক্ষোভ ছড়াল নদিয়ার একাধিক পুর এলাকায়। কোথাও রাস্তায় নেমে চলল বিক্ষোভ, কোথাও আবার প্রার্থীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় করা হল তীর্যক পোস্ট। আর এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর
টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন রামপুরহাটের বিদায়ী উপ প্রশাসক। কর্মীদের নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে পুরসভার বিদায়ী উপ প্রশাসক। রামপুরহাট পুরসভার বিদায়ী উপ প্রশাসক আব্বাস হোসেন।
পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা সত্বেও, তৃণমূলের প্রার্থী তালিকায় নাম দুই বিধায়কের। প্রার্থী হবেন না বলে জানিয়েছেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই। তৃণমূলের প্রার্থী তালিকায় একই পরিবারের একাধিক সদস্য থাকায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই বর্ধমান, কোচবিহার-সহ এখনও পর্যন্ত ১৯টি জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ-অসন্তোষের ছবি ধরা পড়েছে।
মহেশতলায় প্রার্থী নিয়ে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের প্রতিবাদ। ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে কেন ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন। রবীন্দ্রনগর থানায় বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, লাঠিচার্জ।
পূর্ব মেদিনীপুরের এগরায় তৃণমূলের পুরপ্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ চরমে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। যোগ্য প্রার্থীকে টিকিট না দেওয়া হলে দল ছাড়ারও হুঁশিয়ারি অনেকের। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে ধস্তাধস্তি বেধে যায়।
West Bengal News Live: পুরভোটের প্রচারে বামেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল
পুরভোটের প্রচারে বামেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল। শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের এই দাবি ঘিরে তুঙ্গে তরজা। পাল্টা কটাক্ষ ছুড়েছে তৃণমূল ও বিজেপি।
WB News Live : এবার পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক
এবার পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক। পূর্ব সুরেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের দাবি, গতকাল রাতে বাঘের দেখা মেলে। নদীর চরে বাঘের পায়ের ছাপ মেলায় আতঙ্ক চেপে বসেছে। এলাকায় রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা স্বীকার করেছে বন দফতর। নদীর ওপারে মূর্তিমান আতঙ্ক।
West Bengal News Live: রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে অনেকটাই কমেছে করোনা সংক্রমণ
রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৩৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,০৫,৮৭২ জন।
WB News Live : বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ
বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ। ৯২ বছর বয়সে প্রয়াত লতা মঙ্গেশকর। সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় হল শেষকৃত্য। শেষযাত্রায় সামিল অসংখ্য মানুষ।
West Bengal News Live: গত পুরভোটে যে সব প্রার্থী খরচের হিসেব জমা দেননি, এবার পুরভোটে তাঁরা প্রার্থী হতে পারবেন না
গত পুরভোটে যে সব প্রার্থী খরচের হিসেব জমা দেননি, এবার পুরভোটে তাঁরা প্রার্থী হতে পারবেন না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি। তাদের অভিযোগ, কমিশনের তালিকায় নাম রয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থীর।