(Source: ECI/ABP News/ABP Majha)
Train Fire : সাতসকালে প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনে আগুন ! গলগল করে ধোঁয়া AC কামরা থেকে
Karnataka Train Fire : সকাল ৭.৩০ নাগাদ ট্রেন পৌঁছনোর পরেই আগুন লেগে যায়। সবাই ছুটে আসেন।
মুম্বই: ফের দুর্ঘটনার মুখে ট্রেন। মুম্বই শোলাপুর বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে ভয়াবহ আগুন লেগে যায় শনিবার সকালে। সূত্রের খবর, বেঙ্গালুরু স্টেশনে ট্রেন ঢোকার পরেই আগুন লেগে যায়। স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এসি কামরা থেকে গলগল করে বেরোতে থাকে ধোঁয়া। সকাল ৭.৩০ নাগাদ ট্রেন পৌঁছনোর পরেই আগুন লেগে যায়। সবাই ছুটে আসেন। আশঙ্কাপ্রকাশ করেন ভেতরে কেউ আটকে পড়েছেন কি না তা নিয়ে। কিন্তু সৌভাগ্যের বিষয়, আগুন লাগার সময়, কোনও যাত্রী ট্রেনে ছিলেন না। কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছে রেল। জানা গিয়েছে, ঘটনাটি ঘটার ২ ঘণ্টা আগেই সব যাত্রীরা ট্রেন থেকে নেমে গিয়েছিলেন।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় দমকল। দমকলকর্মীরা B3 কোচের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। শেষ পাওয়া খবর অনুসারে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে একজন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড অফিসার রয়েছেন। সেই সঙ্গে মেকানিক্যাল, সিকিউরিটি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড সেফটি বিভাগের আধিকারিকরা রয়েছে।
বেঙ্গালুরুর পুলিশ সুপার সৌম্যলথা এসকে বলেন, "প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে বি১ কোচে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে, আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি, ঘটনায় কোনও ষড়ন্ত্র আছে কি না।”
#WATCH | Bengaluru, Karnataka: Fire broke out in Udyan Express after it reached Sangolli Rayanna Railway Station. The incident happened 2 hours after passengers deboarded the train. No casualties or injuries. Fire engine and experts reached the spot and asserting the situation.… pic.twitter.com/laBLreFDgI
— ANI (@ANI) August 19, 2023
দুপুরে পাওয়া আপডেট : তিনটি কোচকেই রেলস্টেশনের কোচ কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষা করার জন্য সেখানে যাবে ফরেন্সিক টিমও।