Bengaluru Couple Mysterious Death: হানিমুন ট্রিপে বিয়ের আগের বন্ধুত্ব নিয়ে ঝামেলা ? তাই জন্যই কি চরম পথ বেছে নিলেন বেঙ্গালুরুর দম্পতি ?
Bengaluru News: বিভিন্ন সূত্রে খবর, বিয়ের আগের কোনও বন্ধুত্ব নিয়েই হানিমুনে গিয়ে ঝামেলা হয়েছিল সুরজ এবং গনভির মধ্যে। অক্টোবরে বিয়ের পর এই দম্পতি গিয়েছিলেন শ্রীলঙ্কায়।

Bengaluru Couple Mysterious Death: বেঙ্গালুরুর দম্পতির মৃত্যু নিয়ে রহস্য বেড়েই চলেছে। প্রথমে বেঙ্গালুরুতে আত্মঘাতী হয়েছিলেন স্ত্রী। তার ২ দিনের ব্যবধানে বেঙ্গালুরু থেকে নাগপুরে এসে হোটেলে আত্মঘাতী হন স্বামী। আত্মহত্যার চেষ্টা করেন যুবকের মা-ও। তবে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। আর এই ঘটনায় সম্প্রতি সামনে এসেছে নতুন একটি তথ্য। বিভিন্ন সূত্রে খবর, বিয়ের আগের কোনও বন্ধুত্ব নিয়েই হানিমুনে গিয়ে ঝামেলা হয়েছিল সুরজ এবং গনভির মধ্যে। অক্টোবরে বিয়ের পর এই দম্পতি গিয়েছিলেন শ্রীলঙ্কায়। ১০ দিনের বেড়ানোর পরিকল্পনা ৫ দিনের সেরে ফেলেন তাঁরা। ফিরে আসেন আচমকাই।
দ্য টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর, বিয়ের পর শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ঝামেলা হয়েছিল গনভি এবং সুরজের। বিয়ের আগের কোনও বন্ধুত্ব নিয়েই বাঁধে ঝামেলা। বৈবাহিক সম্পর্ক নাকি আর এগিয়ে নিয়ে যেতে যাননি গনভি, এমনটাই দাবি এক আত্মীয়ের। গত ২৯ অক্টোবর বিয়ে হয়েছিল গনভি এবং সুরজের। গনভির মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে সুরজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পণের জন্য অত্যাচারের অভিযোগ আনা হয়। বেঙ্গালুরুতে সুরজদের বাড়ির সামনে বিক্ষোভও দেখানো হয়। বেশ কিছু মানুষ তাঁদের বাড়ির দিকে চড়াও হন। এইসবের জেরেই লজ্জা, ভয়ে বেঙ্গালুরু থেকে মাকে নিয়ে নাগপুরে চলে যান সুরজ, এমনই দাবি তাঁর দাদার।
সূত্রের খবর, শ্রীলঙ্কা থেকে ফেরার পর দুই পরিবারের লোকই গনভি এবং সুরজের সম্পর্ক ভাল করার চেষ্টা করেছিলেন। তবে লাভ হয়নি। গনভি ফিরে আসেন নিজের বাড়িতে। তার কয়েকদিন পরেই আত্মহত্যা করেন তিনি। তবে দম্পতির মধ্যে কার বিয়ের আগের বন্ধুত্ব নিয়ে গনভি এবং সুরজের মধ্যে শ্রীলঙ্কার হানিমুন ট্রিপে ঝামেলা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, সুরজের দাদা সঞ্জয় স্পষ্ট জানিয়েছেন, পণ নিয়ে কোনও দাবি ছিল না তাঁদের পরিবারের। গনভির পরিবারের তরফে ওঠা অভিযোগ যে তাঁদের কাছে খুবই আশ্চর্যের সেকথাও জানিয়েছেন সঞ্জয়। এত অভিযোগ, বেঙ্গালুরুতে বাড়ির সামনে বিক্ষোভ, সব মিলিয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিলেন সুরজ এবং তাঁর মা। শহর ছেড়ে চলে যেতে একপ্রকার বাধ্য হন তাঁরা, এমনটাই দাবি সঞ্জয়ের।
সঞ্জয়ের অভিযোগ, জনা ৩০ লোক তাঁদের বিজয়নগরের বাড়িতে চড়াও হয়েছিল সুরজের খোঁজে। পণের দাবিতে অত্যাচার করেছেন সুরজ, এফআইআর- এ এমনই অভিযোগ করা হয়েছিল গনভির পরিবারের তরফে। ভয়ে, আতঙ্কে শহর ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনও পথ খোলা ছিল না তাঁদের সামনে, এমনটাই দাবি সুরজের ভা সঞ্জয়ের।






















