Omicron Crisis: সেরে উঠেছিলেন ওমিক্রন থেকে, ফের কোভিড আক্রান্ত বেঙ্গালুরুর চিকিৎসক
Omicron Crisis: এবার তিনি ফের কোভিড (covid19) আক্রান্ত হলেন। গত মাসেই ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন বেঙ্গালুরুর (bangaluru) সেই চিকিৎসক। যদিও তাঁর কোনও বিদেশ যাত্রার ইতিহাস ছিল না।
বেঙ্গালুরু: দেশে প্রথম যে ২ জন ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে তিনি ছিলেন একজন। ৪৬ বছরের সেই ওমিক্রন আক্রান্ত বেঙ্গালুরুর চিকিৎসক (doctor) সুস্থ হয়ে উঠেছিলেন। এবার তিনি ফের কোভিড (covid19) আক্রান্ত হলেন। গত মাসেই ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন বেঙ্গালুরুর (bangaluru) সেই চিকিৎসক। যদিও তাঁর কোনও বিদেশ যাত্রার ইতিহাস ছিল না।
বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। ভারতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই আবহে দেশে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানালেন আইআইটির বিজ্ঞানী মনীন্দ্র আগরওয়াল। আগাম সতর্কবার্তা দিয়ে বিজ্ঞানী বলেন যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংক্রমণ ফের শিখর ছোঁবে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১ থেকে দেড় লক্ষ পর্যন্ত হবে।
এই বিজ্ঞানী ম্যাথমেটিকাল প্রোজেকশনের মাধ্যমে করোনা ঢেউয়ের এই পূর্বাভাস দিয়েছেন। তৃতীয় ঢেউ নিয়ে ভারতকে কতটা সতর্ক হতে হবে? সংবাদসংস্থা পিটিআইকে মনীন্দ্র জানান, "নতুন এই প্রজাতির জেরে দেশ ফেব্রুয়ারির মধ্যে তৃতীয় তরঙ্গের মুখোমুখি হবে। যদিও দ্বিতীয় তরঙ্গের থেকে অনেকটা প্রাবল্য কম হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই চিন্তার খবর শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan)। তিনি সোমবার বলেন, ডেল্টার (Delta Variant) তুলনায় ওমিক্রনে সংক্রমণ ছড়াবে বেশি। প্রথম সংক্রমণের ৯০ দিনের মধ্যে ফের পুনঃসংক্রমণ (Reinfection) হওয়ায়র সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই প্রজাতিতে অনেক বেশিমাত্রায় শিশুরাই আক্রান্ত হবে বলে জানান হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২২ জন। যা গত দেড় বছরের বেশি সময়ে সবথেকে কম। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩০৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১১। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৪৮ হাজার ৩৮৩ ।
আরও পড়ুন: ২০২২-এর মে মাসে মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে'
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )