Rahul Gandhi : বিরোধীদলের লড়াই কীসের বিরুদ্ধে ? বেঙ্গালুরুর বৈঠক শেষে যা বললেন রাহুল...
I-N-D-I-A : চব্বিশের ভোটের আগে বিরোধীদের স্পেশাল ২৬। বিজেপিতে ঠেকাতে নতুন জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা 'ইন্ডিয়া'।
বেঙ্গালুরু : বিভিন্ন রাজ্যের রয়েছে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ। সেই দিক থেকে বিচার করলে বিরোধী শিবির (Opposition Meeting) এককাট্টা হতে পারবে কি না তা নিয়ে বিরোধীদের দ্বিতীয় বৈঠকের আগেও সংশয় ছিল। কিন্তু, বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইটা যে আর আলাদা আলাদা নয়, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বিরোধী শিবিরের বক্তব্যে। সামগ্রিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছে তারা। প্রয়োজনে রাজ্যভিত্তিক বিভিন্ন টানাপোড়েনকে সরিয়ে রেখেও। বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর (Rahul Gandhi) মন্তব্যে সেই ছবিই ধরা পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। রাহুলের বক্তব্য, 'লড়াইটা বিজেপির চিন্তাধারার বিরুদ্ধে। লড়াইটা ভারত ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে।'
আগেই গেছে সাংসদ পদ। গুজরাত হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। অপরাধমূলক মানহানি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করায় স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাহুলের দায়ের করা সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি রয়েছে আগামী ২১ জুলাই। রাজনৈতিক জীবনের এরকম একটা কঠিন পরিস্থিতিতে দাঁঢ়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সেই চিন্তাধারা-মতাদর্শগত প্রসঙ্গ টেনে নিজের রাজনৈতিক লড়াইয়ের পথকে তুলে ধরলেন রাহুল। অন্তত বিরোধীদের দ্বিতীয় ও শেষদিনের বৈঠক শেষে তাঁর বক্তব্য সে কথাই তুলে ধরে বলে দাবি রাজনৈতিক মহলের।
#WATCH | This fight is not between 2 political formations but fight is to defend the idea of India. If you will see history, you will find that nobody has been able to fight the idea of India. It's a fight between the idea of India and Narendra Modi: Congress leader Rahul Gandhi pic.twitter.com/SLSXCjMYPI
— ANI (@ANI) July 18, 2023
কী বললেন এদিন রাহুল ? আগাগোড়া মোদি সরকারকে বিঁধে কংগ্রেস নেতার বক্তব্য, "বিজেপির চিন্তাধারার বিরুদ্ধে আমাদের লড়াই। ওরা দেশের উপর আক্রমণ চালাচ্ছে। বেকারত্ব বাড়াচ্ছে। দেশের পুরো ধন কিছু নির্দিষ্ট মানুষের হাতে যাচ্ছে। তাই, এদিন আমরা যখন আলোচনা করছিলাম, তখন আমরা নিজেদের প্রশ্ন করি, লড়াইটা কাদের মধ্যে। এই লড়াই বিরোধী ও বিজেপির মধ্যে নয়। দেশের আওয়াজের জন্য লড়াই। তাই এই নাম বেছে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। অর্থাৎ, INDIA। লড়াই, NDA ও INDIA-র মধ্যে। মোদি ও INDIA-র বিরুদ্ধে। ওঁদের বিচারধারা ও INDIA-র মধ্যে লড়াই।"
ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রাহুল বলেন, "আপনারা জানেন যখনই কেউ INDIA-র বিরুদ্ধে দাঁড়ায়, তখন জয় কার হয় ? বলার প্রয়োজনও নেই। এরপর আমাদের বৈঠক মহারাষ্ট্রে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছে, অ্যাকশন প্ল্যান তৈরি করব। যেখানে আমরা সবাই মিলে, আমাদের চিন্তাধারা ও আমরা দেশের জন্য যা করতে চলেছি তা বলব।"