Bhawanipur Bypoll 2021: ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল
মুর্শিদাবাদের ২টি আসনের নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির...
![Bhawanipur Bypoll 2021: ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল Bhawanipur Bypoll 2021 BJP Priyanka Tibrewal to Contest against West Bengal CM Mamata Banerjee Bhawanipur Bypoll 2021: ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/10/72f425a77133d17690b41bdb081b1a12_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দীপক ঘোষ, কলকাতা: ভবানীপুর উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
বিধানসভা ভোটে প্রিয়ঙ্কা টিবরেওয়াল এন্টালি কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ে হেরে যান। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী হচ্ছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস।
এছাড়াও, সামশেরগঞ্জে বিজেপির প্রার্থী হচ্ছেন মিলন ঘোষ, জঙ্গিপুরে সুজিত দাস। মুর্শিদাবাদের এই দুটি কেন্দ্রে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে যায়।
এদিকে, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টার পর আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সার্ভে বিল্ডিং চত্বর।
ভবানীপুরে উপনির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই ভবানীপুরের উপনির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে পারদ। প্রচারে কোনও কসুর রাখছে না তৃণমূল। হেভিওয়েট নেতা-মন্ত্রীদের মাঠে নামিয়েছে তৃণমূল।
কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। গত নির্বাচনে তার মধ্যে ৬টিতেই এগিয়েছিল তৃণমূল। বাকি দুটিতে লিড পায় বিজেপি।
সার্বিক ফলে বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। এর মধ্যে ৭৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল সবচেয়ে বেশি ভোটে। আবার ৭৪ নম্বর ওয়ার্ডে লিড ছিল বিজেপির।
উপনির্বাচনে সেই দুটি ওয়ার্ড (৭৭, ৭৪)-সহ ৮২ নম্বর ওয়ার্ডে দায়িত্বও দেওয়া হয়েছে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে ও ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
বিধানসভা ভোটে ৭০ নম্বর ওয়ার্ডে ২ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। এবার এই ওয়ার্ডের দায়িত্বে রাখা হয়েছে রাসবিহারীর বিধায়ক ও কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমারকে।
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব। ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৭৩ নম্বর ওয়ার্ডে দিদিকে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)