এক্সপ্লোর
Advertisement
বিহারে নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ৫ যুবকের, নগ্ন ছবি সোস্যাল মিডিয়ায়, গ্রেফতার ৪
নির্যাতিতা ক্লাস টেনের ছাত্রী, তার পরিযায়ী শ্রমিক বাবা দেশব্যাপী লকডাউনে আটকে রয়েছেন আমদাবাদে।
পটনা: লকডাউনেও নারী নিগ্রহ অব্যাহত। বিহারের দ্বারভাঙায় ১৬ বছরের মেয়েকে ধর্ষণ করে তার আপত্তিকর ছবি সোস্য়াল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠল ৫ যুবকের বিরুদ্ধে। গত ২৪ এপ্রিলের ঘটনাটি এতদিন বাদে প্রকাশ্যে এল গণধর্ষিতার নগ্ন ছবি সোস্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে থাকায়। স্থানীয় ‘সাইবার সেনানি’ গোষ্ঠীর কাছে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ অভিযুক্তদের চারজনকে গ্রেফতার করেছে।
নির্যাতিতা ক্লাস টেনের ছাত্রী, তার পরিযায়ী শ্রমিক বাবা দেশব্যাপী লকডাউনে আটকে রয়েছেন আমদাবাদে।
তার মায়ের দায়ের করা অভিযোগ অনুসারে, মেয়েটি বাড়ি ফেরার সময় তাকে দুই যুবক অপহরণ করে একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে তারা বাকি তিনজনকে ডেকে আনে, তারপর চলে পরপর ধর্ষণ। মেয়েটি তাদের বারবার রেহাই দেওয়ার জন্য আকুতি-মিনতি করলেও কাজ হয়নি। তারা তাকে অত্যাচারের পর ছেড়ে দেওয়ার সময় শাসানিও দেয়, ঘটনাটা কাউকে জানালে চরম পরিণতি হবে। সেইমতো মেয়েটি ঘটনাটি গোপনই রেখেছিল, মা, দাদু, ঠাকুমা-কাউকেই কিছু জানায়নি। কিন্তু অভিযুক্তদেরই একজন তার নগ্ন ছবি বন্ধুদের হাতে তুলে দিলে বিষয়টি জানাজানি হয়। ‘সাইবার সেনানি’ গোষ্ঠী পুলিশকে জানায়।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও নাবালক যৌন নিগ্রহ রোধ আইনের (পকসো) নানা ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement