Bihar Election: বিহার বিধানসভার প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু, ভোটারদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Bihar Votes 2025: শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। একাধিক কুইক রেসপন্স টিম কাজ করছে বলে জানিয়েছেন পাটনার পুলিশ সুপার।

পাটনা: শুরু হয়ে গেল ২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ভোট গ্রহণ চলছে। প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে ও বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, বড় ছেলে ও জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা তেজপ্রতাপ যাদব, বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি ও বিজয়কুমার সিন্হা, বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর ও ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদব।
শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। একাধিক কুইক রেসপন্স টিম কাজ করছে বলে জানিয়েছেন পাটনার পুলিশ সুপার। প্রথম দফার ভোটে লড়াই দ্বিমুখী। এনডিএ এবং বিজেপি বিরোধী জোট মহাগঠবন্ধনের মধ্যে লড়াই হবে। ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় এবং শেষ দফার ভোটগ্রহণ হবে। ১৪ নভেম্বর ভওটের ফল প্রকাশ হবে।
স্ত্রী, মেয়ে ও ছেলে তেজস্বী যাদবের সঙ্গে ভোট দিলেন লালুপ্রসাদ যাদব। বিহারের পরিবর্তন আনার ডাক দিলেন তেজস্বী যাদব। ১৪ নভেম্বর বিহার নতুন সরকার পাবে বলেও দাবি করেন তিনি। তেজস্বী যাদব বলেন, বিহারের মানুষদের কাছে আবেদন পরিবর্তন আনুন, নতুন বিহার গড়ে তুলুন। দুর্নীতি ও অপরাধমুক্ত বিহার হোক। সরকার যেন যুবকদের উপর লাঠির আঘাত না করে, প্রশ্ন পত্র ফাঁস না হয়। চাকরির সুযোগ তৈরি করতে ভোট দিন।
বিহার বিধানসভায় সভায় প্রথম পর্বের ভোট গ্রহণ চলছে। বিহারের ভোট নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
बिहार में लोकतंत्र के महापर्व में जन-जन का अद्भुत उत्साह बता रहा है कि विधानसभा चुनावों में एनडीए को अभूतपूर्व बहुमत मिलने जा रहा है। ऊर्जा से भरे इसी माहौल के बीच करीब 11.30 बजे अररिया के फारबिसगंज और दोपहर लगभग 1.30 बजे भागलपुर की जनसभाओं में अपने परिवारजनों का आशीर्वाद प्राप्त…
— Narendra Modi (@narendramodi) November 6, 2025
তিনি লিখেছেন, আজ বিহারে গণতন্ত্রের উৎসবের প্রথম ধাপ। সব ভোটারদের কাছে আবেদন, তাঁরা পূর্ণ উদ্দীপনার সঙ্গে ভোট দিন। যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, সেই যুব ভোটারদের বিশেষ শুভেচ্ছা। মনে রাখবেন, প্রথমে ভোট দিন, তারপরে জল পান করুন।























