Bikash Roy Death: প্রয়াত করোনা আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন
বেশ কয়েকদিন করোনা আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন বিকাশ রায়।
![Bikash Roy Death: প্রয়াত করোনা আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন Bikash Roy Death Dean of Gaurbanga University After Tests COVID-19 Positive Bikash Roy Death: প্রয়াত করোনা আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/27/07f42dae1dade6b09020943a15a62473_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনা আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন বিকাশ রায়ের মৃত্যু। বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। বেশ কয়েকদিন করোনা আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন বিকাশ রায়।
উল্লেখ্য, সম্প্রতি এবারের বিধানসভা নির্বাচন চলার মধ্যেই কয়েকজন প্রার্থীর মৃত্যু হয়েছে। মালদার পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছে। এ কারণে ওই দুই আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়। আগামী ১৬ মে এই দুই আসনে ভোটগ্রহণ হবে।
দৈনিক সংক্রমণ থেকে দৈনিক মৃত্যু।করোনায় ভয়ঙ্কর রেকর্ড গড়ে চলেছে ভারত।বাংলাতেও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড ৬৮ জনের প্রাণ কেড়েছে করোনা। একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৯২!
ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা এক লক্ষের দিকে এগোচ্ছে!মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে!কলকাতার পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন।উত্তর ২৪ পরগনায় ৩ হাজার ৪২৫ জন!শুধুমাত্র একদিনে কলকাতায় করোনা ২৬ জনের প্রাণ কেড়েছে।উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ১১!
রাজ্যে গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। রাজ্যে ভোট চলছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি উদ্বেগ তৈরি করেছে।
করোনা-পরিস্থিতির ধাক্কায় অনেক রাজ্য নড়েচড়ে বসেছে। বিভিন্ন রাজ্যে জারি হয়েছে নানা ধরনের নিষেধাজ্ঞা। কোথাও কোথাও লকডাউনও জারি হয়েছে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠায় রাজ্যজুড়ে সন্ধে ৬টা থেকে সকাল ৫টা অবধি লকডাউন চালু করেছে পাঞ্জাব সরকার।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদেরও কাজে লাগানো হবে। সোমবার এ কথা জানিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত।
এদিকে করোনা সংক্রমিত রোগীদের অক্সিজেনের চাদিহা মেটাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ভারতীয় বায়ুসেনা।সোমবার দুবাই থেকে ৬টি খালি ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেনার দুবাই থেকে পানাগড়ে নিয়ে আসা হয়েছে।এগুলোতে অক্সিজেন ভরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)