এক্সপ্লোর
বিজেপি পরিবারতন্ত্রে নয়, দলীয় কর্মীদের উপর নির্ভরশীল: হরিয়ানায় কর্মিসভায় নাড্ডা
দেশের বিভিন্ন দল যখন পরিবারতন্ত্র কিংবা কোনও এক ব্যক্তি বিশেষের নেতৃত্বে বিশ্বাসী, তখন বিজেপিই একমাত্র জাতীয় দল যারা কর্মীদের ওপরই ভরসা রাখে, আম্বালায় দলীয় কর্মীদের সভায় বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডার বক্তব্যে বারবার ঘুরে ফিরে এল এই প্রসঙ্গ।

চণ্ডীগড়: দেশের বিভিন্ন দল যখন পরিবারতন্ত্র কিংবা কোনও এক ব্যক্তি বিশেষের নেতৃত্বে বিশ্বাসী, তখন বিজেপিই একমাত্র জাতীয় দল যারা কর্মীদের ওপরই ভরসা রাখে, আম্বালায় দলীয় কর্মীদের সভায় বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডার বক্তব্যে বারবার ঘুরে ফিরে এল এই প্রসঙ্গ। বিজেপি অন্য দলের মতো পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়, নাম না করে কংগ্রেসকে খোঁচা নাড্ডার। সেই সঙ্গে তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশনে শতাধিক দলের নাম নথিভুক্ত আছে। সেগুলির কোনওটি রাজ্যের দল, কোনওটি আবার জাতীয় দল। তবে একমাত্র বিজেপিই দলীয় কর্মীদের উপর সবথেকে বেশি ভরসা রাখে। তাঁর বক্তব্যের সমর্থনে নাড্ডা মোদি, অমিত শাহ সহ বিভিন্ন জনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এখন যিনি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁরা সবাই এককালে দলের সাধারণ কর্মী ছিলেন। মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, অনিল জৈনের মতো নেতারাও কোনও রাজনৈতিক পরিবার থেকে আসেননি। চণ্ডীগড়ে কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে ৯০ আসনের বিধানসভায় ৭৫টি পেতে হবে বলে, কর্মীদের বার্তা দেন দলের কার্যকরী সভাপতি। বক্তব্যের শুরুতে নাড্ডা প্রয়াত অরুণ জেটলি ও সুষমা স্বরাজকে স্মরণ করেন। তারপর তাঁর বক্তব্যে বারবার ফিরে আসে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ। এর ফলে উপত্যকার মানুষ কীভাবে উপকৃত হবেন, তাও বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন হরিয়ানায় নির্বাচনের দায়িত্বে থাকা বিজেপি নেতা তোমর। তিনিও রাজ্যে ক্ষমতায় থাকা এম এল খট্টর সরকারের স্বতচ্ছতার প্রসঙ্গটি বারবার তুলে ধরেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















