BJP: পঞ্চায়েত ভোটের আগে দিল্লিতে বিজেপির 'কৌশল' বৈঠক
BJP Meeting: রাজ্যে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডেও বৈঠকে উপস্থিত। পঞ্চায়েত ভোটের পাশাপাশি লোকসভা ভোটের রোডম্যাপ তৈরি করতে আলোচনা, খবর সূত্রের।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। আর তার আগেই দিল্লিতে বিজেপির 'কৌশল' বৈঠকের (BJP Strategy Meet) আয়োজন। দিল্লিতে বিজেপির 'কৌশল' বৈঠক
পঞ্চায়েত ভোটের আগে দিল্লিতে বিজেপির 'কৌশল' বৈঠক। সংগঠনকে চাঙ্গা করতে সাংসদ, পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে বসলেন জে পি নাড্ডা। সুভাষ সরকারের বাড়িতে বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। রাজ্যে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডেও বৈঠকে উপস্থিত। পঞ্চায়েত ভোটের পাশাপাশি লোকসভা ভোটের রোডম্যাপ তৈরি করতে আলোচনা, খবর সূত্রের।
সাড়ে ৮টা নাগাদ বৈঠকে যোগ দিতে পৌঁছন জে পি নাড্ডা। প্রায় ১ ঘণ্টা পরেও সেই বৈঠক অব্যাহত। বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গের বিজেপি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা, সংগঠনের তরফ থেকে ভারপ্রাপ্ত নেতারা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গে সামনেই পঞ্চায়েত ভোট, এই মুহূর্তে রাজ্যে কোন অবস্থায় রয়েছে বিজেপি, আগামী কয়েক মাসের মধ্যে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে চলছে আলোচনা। একইসঙ্গে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো চলে তা নিয়ে ক্ষোভ থাকলে, সেই আলোচনাও হচ্ছে। গত লোকসভা ভোটে যে যে সিট বিজেপি পায়নি সেগুলো পেতে কী কৌশল নিচ্ছে বিজেপি, সেই নিয়ে আলোচনা হচ্ছে বলেও খবর সূত্রের। এছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে, সেই নিয়ে আলোচনা হচ্ছে বলে খবর।
সম্প্রতি, শুভেন্দু অধিকারীর সভায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। সেখানেই শুভেন্দুর সভায় ভিড় সামলানোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন তাঁর দলেরই দিলীপ ঘোষ। দুর্ঘটনায় ৩ জনের মৃ্ত্যু নিয়ে সমালোচনার সুর বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির। 'খালি পুলিশের উপর ভরসা করলে হয় না, নিজেদেরও ব্যবস্থা করতে হয়', মন্তব্য দিলীপের। দান-খয়রাতির বিষয়টি মানবতার অপমান, কটাক্ষ দিলীপের। শুভেন্দুর সভায় কম্বল বিলির কর্মসূচি নিয়েও প্রশ্ন দিলীপের। গরিবদের সাহায্য করার আরও উপায় আছে, মন্তব্য দিলীপের।