এক্সপ্লোর
বোমা বাঁধার সময় বিস্ফোরণ, হুগলির খানাকুলে গুরুতর জখম ৩ তৃণমূল কর্মী
তিনজনকেই গ্রেফতার করেছে খানাকুল থানার পুলিশ। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

হুগলি: হুগলির খানাকুলের হায়াতপুরে বোমা ফেটে ৩ তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে বলে দাবি করেছে পুলিশ। ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গতকাল রাতে হায়াতপুর গ্রামে বোমা বাঁধছিলেন রূপকুমার মণ্ডল, গোপাল পোল্লে ও হারু হাজরা নামে তিন যুবক। তিনজনই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বোমা বাঁধার সময় বিস্ফোরণে আহত হন তিনজন। আঘাত গুরুতর হওয়ায় ২ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন খানাকুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তিনজনকেই গ্রেফতার করেছে খানাকুল থানার পুলিশ। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















