এক্সপ্লোর
Advertisement
মালিকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তৃতীয় ব্রাজিল
কলকাতা: চ্যাম্পিয়ন হতে না পারলেও, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষদিন কলকাতার ফুটবলপ্রেমীদের হতাশ করল না ব্রাজিল। মালিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হল কার্লোস আমাদেউয়ের দল। গোল করলেন অ্যালান সুজা ও ইউরি আলবার্তো।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পরিচিত ছন্দে দেখা যায়নি ব্রাজিলকে। সেই ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করে ব্রাজিলিয়ানদের স্বপ্নভঙ্গ করেন রিয়ান ব্রিউস্টার। ব্রাজিলের মতোই কলকাতার ফুটবলপ্রেমীরাও হতাশ হয়েছিলেন। তবে আজ ফের তাঁরা ব্রাজিলের খেলার দেখার সুযোগ পেলেন। আজ আর কলকাতার ব্রাজিলপ্রেমীদের হতাশ হতে হয়নি। প্রথমার্ধে গোল না হলেও, দ্বিতীয়ার্ধের দাপট দেখায় ব্রাজিল। ৫৫ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন অ্যালান। এই গোলটি অবশ্য হয় মালির গোলকিপারের ভুলে। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান আলবার্তো। মালিও অবশ্য গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল হয়নি। ফলে হাসিমুখেই মাঠ ছাড়লেন ব্রাজিলের তরুণ ফুটবলাররা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement