এক্সপ্লোর
Advertisement
সত্যিই কি পুড়ে ছাই আমাজনের বৃষ্টি অরণ্য? নিজে এসে দেখুন, ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট চ্যালেঞ্জ করলেন লিওনার্দো ডিক্যাপ্রিওকে
গত বছর আমাজনে এমন ভয়ঙ্কর আগুন লাগে, যা মহাকাশ থেকেও দেখা গিয়েছিল। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য গাছপালা, শেষ হয় বন্যপ্রাণ।
রিও ডি জেনেইরো: গত বছর ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো নাম না করে অভিযোগ করেন, অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে অর্থ সাহায্য করেন, যারা আমাজনের জঙ্গলে ভয়ঙ্কর আগুনের জন্য দায়ী। এবার ভাইস প্রেসিডেন্টের দাবি, লিওনার্দো নিজে আসুন, দেখে যান আমাজনের পরিস্থিতি।
গত বছর আমাজনে এমন ভয়ঙ্কর আগুন লাগে, যা মহাকাশ থেকেও দেখা গিয়েছিল। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য গাছপালা, শেষ হয় বন্যপ্রাণ। ব্রাজিল সরকার অভিযোগের আঙুল তোলে কিছু স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে, বলে, তারাই আমাজরে বৃষ্টি অরণ্যের এই আগুনের জন্য দায়ী। এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত টাইটানিক-এর নায়ক ডিক্যাপ্রিও। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো আমাজনের আগুন নেভানোর জন্য আন্তর্জাতিকভাবে চাপের মুখে রয়েছেন। কিন্তু উনি তো আগুনের ভয়াবহতা স্বীকারই করতে চান না, তাঁর দাবি, বিরোধীরা আর স্থানীয় আদিবাসীরা এ জন্য দায়ী।
এবার ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মোরাও ডিক্যাপ্রিওকে চ্যালেঞ্জ করেছেন, তাঁর সঙ্গে বৃষ্টি অরণ্যে ৮ ঘণ্টা হাঁটুন। তিনি নিজে তাঁকে দেখাতে চান, আসলে আমাজনে কী ঘটেছে। সাও গ্যাব্রিয়েল বিমানবন্দর এবং কুকুই হাইওয়ের মধ্যে সাও গ্যাব্রিয়েল দা কাচোয়েরিয়ায় জঙ্গলের মধ্যে ৮ ঘণ্টা হাঁটলে তিনি দেখবেন, আমাজন কোনও মসৃণ রাজপথ নয়, বিশাল ওই এলাকায় ঠিক কীভাবে কাজ চলে দেখতে পাবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement