জোরাল ভূমিকম্প নিউজিল্যান্ডে, সুনামি-সতর্কতা
জোরাল ভূমিকম্প নিউজিল্যান্ডে, সুনামি-সতর্কতা
অকল্যান্ড: জোরাল ভূমিকম্প নিউজিল্যান্ডে। প্রাথমিকভাবে জানা গেছে, কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭.৩। শুক্রবার ভোরের দিকে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে এই তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর জারি হয়েছে সুনামি-সতর্কতা। প্রশান্ত মহাসাগরীয় সুনামি ওয়ার্নি সেন্টারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
মার্কিন ভূ-পর্যবেক্ষণ সংস্থা প্রথমে জানিয়েছিল, কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭.৩। পরে জানানো হয়েছে, এর তীব্রতা ৭.২। মাটির ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। ভূমিকম্পের উৎসকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকে বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি ওয়ার্নি সেন্টার।
জানা গেছে, ভূমিকম্পের উৎস ছিল অকল্যান্ডের ৪১৪ কিমি পূর্বে। স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ কম্পন অনুভূত হয়ে বলে জানিয়েছে মার্কিন ভূ-পর্যবেক্ষণ সংস্থা।
জানা গেছে, কম্পনের ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজনের মধ্যে। যদিও এরফলে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পরই কর্তৃপক্ষ উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় গ্রহণের পরামর্শ দেয়। উৎসকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী শহর গিসবোর্ন। এই শহরের জনসংখ্যা প্রায় সাড়ে পঁয়ত্রিশ হাজার।
বিস্তারিত একটু পরেই.....