Somnath Express Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ব্রেক কষেও লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস
Jabalpur Train Accident: স্টেশনে পৌঁছনোর ২০০ মিটার আগেই লাইনচ্যুত হয় দুটি কামরা
কলকাতা: ফের ট্রেন দুর্ঘটনা। ব্রেক কষেও হল না শেষরক্ষা। লাইন থেকে ছিটকে গেল কামরা। জানা গিয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে এই রেল দুর্ঘটনাটি ঘটেছে। স্টেশনে পৌঁছনোর ২০০ মিটার আগেই লাইনচ্যুত হয় দুটি কামরা।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোনও রকম হতাহতের খবর নেই।
#WATCH | Two coaches of Indore- Jabalpur Overnight Express derailed in Jabalpur, Madhya Pradesh. No casualties/injuries reported.
— ANI (@ANI) September 7, 2024
More details awaited pic.twitter.com/A8y0nqoD0r
ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব বলেন, 'ট্রেনটি ইন্দোর থেকে আসছিল। এই ট্রেনটির জব্বলপুরের ৬ নম্বর রেল স্টেশনে ঢোকার কথা ছিল। তার আগেই এই দুর্ঘটনা। সামনের দুটি কোচ বেলাইন হয়ে যায়। তবে সব যাত্রীরা অক্ষত আছে। সকাল ৫.৫০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে।'
আরও পড়ুন, সদস্যদের উপর চাপ দিয়ে, ভয় দেখিয়ে টাকা আদায়! সন্দীপের বিরুদ্ধে আরও অভিযোগ
পর পর দুর্ঘটনা
কিছুদিন আগে ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি। খেলনার মতো লাইনের ওপর ছড়িয়ে ছিয়েটে রয়েছে এক্সপ্রেস ট্রেনের অসংখ্য কামরা। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উসকে দিয়েছে ওই দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের পর হাওড়া-মুম্বই মেল, আর এবার দুর্ঘটনার মুখে সোমনাথ এক্সপ্রেস।
#WATCH | Madhya Pradesh: Harshit Shrivastava, CPRO, West Central Railway says, "The train was coming from Indore. When it was heading towards Jabalpur railway station's platform number 6, the train was moving slowly and 2 coaches derailed. All passengers are safe. The incident… https://t.co/8zzhTjTgdV pic.twitter.com/lIEEIHkp4u
— ANI (@ANI) September 7, 2024
এর ফলে ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
পরপর রেল দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু সরকার কি তাতে আদৌ নড়েচড়ে বসছে? এ বিষয়ে এখনও পর্যন্ত রেলমন্ত্রীর তরফে বিবৃতি পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে