সিএএ-র সঙ্গে ভারতীয় নাগরিকদের কোনও সম্পর্কই নেই: বেঙ্কাইয়া
উপ-রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রথমে সিএএ আইনটা বোঝা উচিত।
নয়াদিল্লি: ভারতীয় নাগরিকদের সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র কোনও সম্পর্ক নেই। এমনটাই জানালেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
তিনি বলেন, সিএএ-র মূল বিষয়বস্তু প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের শরণার্থীদের ঘিরে। ভারতীয় নাগরিকদের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। উপ-রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রথমে সিএএ আইনটা বোঝা উচিত।
তিনি জানান, গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। তাঁর মতে, যাঁরা হিংসার পথ বেছে নিচ্ছে, তাঁরা দেশের ক্ষতি করছে। বেঙ্কাইয়া বলেন, গণতন্ত্রে মতানৈক্য গুরুত্বপূর্ণ। কিন্তু, ভাঙচুর কাম্য নয়। প্রতিবাদ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতি মেনে করতে হবে। দেশের ঐক্যতা ও অখণ্ডতার বিরুদ্ধে কারও মুখ খোলার অধিকার নেই।
উপ-রাষ্ট্রপতির মতে, এমন একটা শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার যার মাধ্যমে ভারতের মূল্যবোধ, নীতি সম্পর্কে পড়ুয়াদের অবগত করা যায় এবং দেশের ঐতিহ্য ও ইতিহাস তারা জানতে পারে।
ভারতীয় ভাষার সংরক্ষণ সম্পর্কে বলতে গিয়ে নাইডু বলেন, এক শিশুর প্রাথমিক শিক্ষা সর্বদা তার মাতৃভাষায় হওয়া উচিত। তাঁর পরামর্শ, মানুষের উচিত বাড়ি ও সম্প্রদায়ের মধ্যে নিজ ভাষাতেই কথা বলা।