এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান, বাংলাদেশের মুসলিমদের দেশের বাইরে ছুড়ে ফেলা উচিত, 'সামনা'য় শিবসেনার মন্তব্যে বিতর্ক
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরে জানিয়েছেন, বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের মুম্বই থেকে তাড়াতে আগামী ৯ ফেব্রুয়ারি তিনি মিছিল করবেন।
মুম্বই: দেশজুড়ে সিএএ-এনআরসি-এনপিআর নিয়ে বিক্ষোভের মধ্যেই পাকিস্তান ও বাংলা দেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের ছুড়ে দেশের বাইরে ফেলে দেওয়া উচিত বলে মন্তব্য করল শিবসেনা। শনিবার মুখপত্র 'সামনা'-য় এই মন্তব্য করা হয়েছে। যদিও সংশোধিত নাগরিকত্ব আইনের ফাঁকগুলি নিয়ে ভাবা উচিত বলে মনে করে উদ্ধব ঠাকরের দল।
এরই মধ্যে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরে জানিয়েছেন, বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের মুম্বই থেকে তাড়াতে আগামী ৯ ফেব্রুয়ারি তিনি মিছিল করবেন।
‘সামনা’-তে রাজ ঠারকরেকেও একহাত নিয়েছে শিবসেনা। বলা হয়েছে, কয়েকজন স্বার্থান্বেষী হিন্দুত্বকে কাজে লাগানোর চেষ্টা করছে। সেখানে বলা হয়েছে, ‘কাল এমএনএস বলল সিএএ সমর্থন করছে। অথচ একমাস আগে অবধি তারা এই আইনের বিরোধী ছিল’।
‘সামনা’য় শিবসেনা আরও বলেছে, ১৪ বছর আগে রাজ ঠাকরে মারাঠা আদর্শ নিয়ে তাঁর দল গড়ে তুলেছিলেন। কিন্তু এখন রাজনৈতিক স্বার্থে সেই আদর্শ থেকে সরে এসে হিন্দুত্বের ধরে বিজেপির সুরেই কথা বলছে তার দল। কিন্তু এমন রং বদলালে কোনও লাভই হবে না রাজের, মন উদ্ধব ঠাকরের দলের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement