CAA Portal Launch : নাগরিকত্বের জন্য আবেদন করবেন কোথায় ? এই নথিগুলি সঙ্গে আছে তো ?
How To Apply Online Indian Citizenship : the Citizenship Amendment Act (CAA) লাগু হওয়ার পরই মন্ত্রকের তরফে জানানো হয়েছে ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে , প্রথমেই ক্লিক করতে হবে - indiancitizenshiponline.nic.in এ
নয়াদিল্লি : লোকসভা ভোট ঘোষণার মাত্র কয়েকদিন আগে, সোমবার কার্যকর হল CAA, যা নিয়ে ফের নতুন করে রাজনীতি তোলপাড়। নিঃসন্দেহে ঐতিহাসিক সিদ্ধান্ত মোদি সরকারের। অবশেষে বিল পাসের প্রায় সাড়ে চার বছর পর, দেশজুড়ে কার্যকর হল CAA। মঙ্গলবার থেকেই করা যাবে আবেদন। এটা কি লোকসভা ভোটের আগে বিজেপির মাস্টারস্ট্রোক? রাজনৈতিক মহলে চলছে জল্পনা। স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) এই ঘোষণা পরই অনেকের প্রশ্ন কীভাবে আবেদন করা যাবে নাগরিকত্বের জন্য? the Citizenship Amendment Act (CAA) লাগু হওয়ার পরই মন্ত্রকের তরফে জানানো হয়েছে ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে ।
প্রথমেই ক্লিক করতে হবে -
indiancitizenshiponline.nic.in এ
জেনে নেওয়া যাক পুঙ্খানুপুঙ্খ।
আবেদনের করার জন্য যে প্রয়োজনীয় নথিগুলি লাগবে, তার তালিকা রইল এখানে ( যে গুলি যার ক্ষেত্রে প্রযোজ্য )
- আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান সরকার কর্তৃক জারি করা পাসপোর্টের কপি (Copy of the passport)।
- আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান সরকারের Foreigners RegionalRegistration Officer (FRRO) বা Foreigners Registration Officer (FRO) কর্তৃক ইস্যু করা registration Certificate বা Residential Permit ।
- আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের স্কুল, কলেজ, বোর্ড বা বিশ্ব বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র ।
- আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের সরকারি অফিস বা এজেন্সি থেকে দেওয়া যে কোনও পরিচয় পত্র (Identity Document ) ।
- আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের সরকারি অফিস থেকে ইস্যু করা যে কোনও লাইসেন্স বা শংসাপত্র।
- আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের জমিজমার কাগজপত্র বা ভাড়া থাকার নথি।
- এমন কোনও নথি যা প্রমাণ করে যে আবেদনকারীর বাবা অথবা মা অথবা ঠাকুর্দা-ঠাকুমার মধ্যে কেউ আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক ছিলেন।
- এমন কোনও নথি দেখাতে হবে যাতে প্রমাণ করা যায় যে তিনি আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে আগত।
এগুলি ছাড়াও, আবেদনকারীকে নিম্নলিখিত নথিগুলি দেখাতে হবে, যাতে বোঝা যায় যে তাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছিলেন।
- ভারতে আগমনের সময় ভিসা এবং ইমিগ্রেশন স্ট্যাম্পের কপি
- ভারতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার (FRRO) বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার (FRO) দ্বারা জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক পারমিট
- ভারতে আদমসুমারি গণনাকারীদের দ্বারা জারি করা স্লিপ
- ভারতে সরকার-প্রদত্ত কোনও লাইসেন্স বা শংসাপত্র বা পারমিট (যেমন - ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি )
- ভারতের জারি করা আবেদনকারীর রেশন কার্ড।
- সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারীকে সরকার বা আদালত কর্তৃক জারি করা যে কোনো চিঠি
- ভারতে জারি করা আবেদনকারীর জন্ম শংসাপত্র
- আবেদনকারীর নামে ভারতে জমি বা ভাড়ার রেকর্ড বা নিবন্ধিত ভাড়া চুক্তির কাগজপত্র লাগবে।
- প্যান কার্ড সংক্রান্ত নথি
- কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা যেকোনও একটি দ্বারা জারি করা অন্য কোনও নথি। সেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আন্ডারটেকিং কোনও সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান ( যেমন - ব্যাঙ্ক ) বা অন্য কোনও সরকারি প্রতিষ্ঠানের দ্বারা ইস্যু করা হলেও হতে পারে।
- কোনো গ্রামীণ বা শহুরে প্রতিষ্ঠানের নির্বাচিত সদস্য বা তার আধিকারিক (elected member of any rural or urban body or officer) বা রেভিনিউ অফিসার কর্তৃক জারি করা শংসাপত্র
- আবেদনকারীর নামে ব্যাঙ্ক (প্রাইভেট ব্যাঙ্ক সহ) বা পোস্ট অফিস অ্যাকাউন্টগুলির সাথে সম্পর্কিত রেকর্ড। অ্যাকাউন্টের বিবরণ।
- আবেদনকারীর নামে ভারতে বীমা কোম্পানিগুলি থেকে কোনও পলিসি করা হয়ে থাকলে তার নথি।
- আবেদনকারীর নামে বিদ্যুৎ সংযোগের কাগজপত্র বা বিদ্যুৎ বিল বা অন্যান্য ইউটিলিটি বিল
- আবেদনকারীর ক্ষেত্রে ভারতে আদালত বা ট্রাইব্যুনালের রেকর্ড
- EPF বা PPF বা পেনশন বা কর্মসংস্থান দেখানো নথি
- ESIC-র নথি
- ভারতের স্কুল ছাড়ার শংসাপত্র
- ভারতের স্কুল বা কলেজ বা কোনও বোর্ড বা একটি বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান দ্বারা জারি করা অ্যাকাডেমিক শংসাপত্র
-আবেদনকারীর যদি পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স থেকে থাকে
- বিবাহের শংসাপত্র
আরও পড়ুন :