এক্সপ্লোর
Science News: অন্যজন হলে হেসে কুটোপাটি, কিন্তু নিজেকে কাতুকুতু দিতে পারি না আমরা, কেন এমন হয়?
Science Behind Tickling: আমরা প্রত্যেকেই এব্যাপারে ওয়াকিবহাল। কিন্তু কেন এমন হয়? ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

এমনিতে বজ্রকঠিন হলেও, কাতুকুতু এড়াতে পারেন, এমন লোকের সংখ্যা কমই। মুহূর্তের মধ্যে মেজাজ গলে জল, হেসে কুটোপাটি হই আমরা।
2/10

কিন্তু অন্যের হাতে কাতুকুতু লাগলেও, নিজের হাতে কাতুকুতু, সুড়সুড়ি কিছুই অনুভূত হয় না। কেন এমন হয় না, তার ব্যাখ্য়া রয়েছে বিজ্ঞানের কাছে।
3/10

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী ডেভিড ইগলম্যান এর ব্যাখ্যা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, সামনে থেকে যখন কেউ কাতুকুতু দেন, অতর্কিতেই ঘটে যায় গোটা বিষয়টি। ফলে মস্তিষ্কে ইঙ্গিত পৌঁছয় না।
4/10

কিন্তু নিজেকে নিজে কাতুকুতু দিতে গেলে আগে থেকেই খবর পৌঁছে যায় মস্তিষ্কে। মস্তিষ্ক শুধু প্রতিক্রিয়াই জানায় না, আগামী আঁচ করে নেয় কী ঘটতে চলেছে।
5/10

মানুষ যখন কিছু করতে উদ্যত হন, মস্তিষ্কের যে অংশ বার্তা গ্রহণ করে, সেই Primary Motor Cortex সেই বার্তা পৌঁছে দেয়। সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায় মস্তিষ্ক। বার্তা পৌঁছয় সংশ্লিষ্ট অঙ্গে।
6/10

পেন বা পেনসিলও যদি ধরতে যাই আমরা, সেক্ষেত্রে হাত এবং আঙুলে বার্তা পৌঁছে যায়। সংশ্লিষ্ট পেশিতে বার্তা পৌঁছয় পরবর্তী ঘটনাক্রম অনুযায়ী।
7/10

কিন্তু কাতুকুতুর ক্ষেত্রে মস্তিষ্কের যে অংশে সংকেত পৌঁছয়, সেটিকে Somatosensory Cortex বলা হয়। নজরদারি চালানোর জন্য মস্তিষ্কে Cerebellum নামের একটি অংশ রয়েছে। ত্বকের সংবেদনশীলতা সেটি নিয়ন্ত্রণ করে।
8/10

আপনি কীভাবে নড়াচড়া করছেন, তা বুঝে নেয় এই Cerebellum. বাইরে থেকে কারও ছোঁয়া লেগে নয়, আপনি নিজে নিজেকে কাতুকুতু দিচ্ছেন বুঝলে কাতুকুতুর Somatosensory Cortex-কে নিষ্ক্রিয় করে রাখে এটি।
9/10

এই গোটা প্রক্রিয়াটিকে Reafference বলা হয়। এর জেরেই স্পর্শ অনুভব করি আমরা। কোন স্পর্শে বিপদ, তা বুঝতে পারি। নিজের থেকে বিপদ নেই বলেই নিজেকে দেওয়া কাতুকুতু অনুভূত হয় না।
10/10

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যেমন স্কিৎজোফ্রেনিয়া আছে যাঁদের, তাঁদের মস্তিষ্ক স্বাভাবিক ভাবে কাজ করে না। ফলে নিজে নিজেকে কাতুকুতু দিতে পারেন তাঁরা।
Published at : 05 Mar 2025 09:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
