Indian Railways: ১১,১৬৯ কোটি ব্যয়ে দেশের ৪ রেল প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, তালিকায় বাংলাও
PM Modi On Rail Projects: রেলের ৪ টি প্রকল্পের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রীসভার, ২২৯ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি ! পোস্টে কী লিখলেন প্রধানমন্ত্রী ?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলা, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের মোট ১৩ জেলায় রেলের চারটি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে, কেন্দ্রীয় মন্ত্রীসভা। যার জন্য বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ১৬৯ টাকা। এদিন এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।
In a boost to our efforts to provide next-generation infrastructure, 4 major rail projects worth over Rs. 11,100 crore have been approved by the Cabinet. These projects will benefit people of Maharashtra, Madhya Pradesh, West Bengal, Bihar, Odisha, and Jharkhand.…
— Narendra Modi (@narendramodi) July 31, 2025
আরও পড়ুন, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে এবার সরব অমর্ত্য সেন, 'সব মানুষকেই সম্মান দেওয়া উচিত..'
মূলত এই চারটি মাল্টি ট্র্যাকিং প্রকল্প ভারতীয় রেলওয়ের প্রায় ৫৭৪ কিমি পথ বৃদ্ধি পেয়েছে। মূলত এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১১ হাজার ১৬৯ টাকা। যা কিনা ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যে শেষ করা হবে। তবে এখানেই শেষ নয়, এই প্রকল্পের মধ্যে দিয়ে ২২৯ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। রেলওয়ে লাইনের বহর বৃদ্ধির সঙ্গে সঙ্গে গতিশীলতা ও কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। এনিয়ে ম্যাপ করে রেলের ওই প্রকল্পের বর্ণনা দিয়েছেন রেলমন্ত্রী।
মন্ত্রীসভার ওই বৈঠকে মূলত, নাগপুর চতুর্থ লাইন, ঔরঙ্গাবাদ (ছত্রপতী সম্ভাজি নগর)-পর্ভানি ডবল লাইন, আলুয়াবাড়ি রোড-নিউ জলপাইগুড়ি তৃতীয়-চতুর্থ লাইন, ড্যাংগোয়াপোসি জারোলি তৃতীয় ও চতুর্থ লাইন অনুমোদন পেয়েছে। এই প্রকল্পগুলির মধ্য দিয়ে, ২৩০৯ টি গ্রামের রেল যোগাযোগ তৈরি হবে। যার মধ্যে দিয়ে ৪৩.৬০ লক্ষ মানুষ পরিষেবা পাবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আলুয়াবাড়ি রোড-নিউ জলপাইগুড়ি তৃতীয়-চতুর্থ লাইনের জন্য ৫৭ কিমি পথ সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পের জন্য ১৭৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা দেশের জন্য খুবই সুবিধাজনক পরিষেবা হবে। বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্যও সুরাহা মিলবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, ঔরঙ্গাবাদ (ছত্রপতী সম্ভাজি নগর)-পর্ভানি ডবল লাইনে মূলত ১৭৭ কিমি পথ প্রশস্ত হবে। এই অংশের জন্য ২১৭৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই অংশে অনেক শিল্পাঞ্চল রয়েছে। বিশেষ করে মারাথওয়াড়া এলাকায়, যেখানে শিল্পের উন্নতির প্রয়োজন, যাদের পোর্টের সঙ্গে যোগাযোগ দরকার, এবার সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলির সঙ্গে যোগাযোগ সম্ভব হবে। বেশি করে রেলের ট্র্যাক চলবে। যাত্রী সাধারণ এবং পণ্যবাহী -সবদিক থেকেই সুবিধে হবে।






















