ভাঙা হাতের অস্ত্রোপচার করতে গিয়ে তৃতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু মেডিক্যাল কলেজ হাসপাতালে
কলকাতা: ভাঙা হাতের অস্ত্রোপচার করতে গিয়ে তৃতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগ খাস কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সাইকেল থেকে পড়ে গিয়ে বাঁ হাত ভাঙে হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা, বছর দশেকের শেখ মিজন আলির। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। পরিবারের দাবি, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাঁদের বলেন, অস্ত্রোপচার করতে হবে। সেই মতো মঙ্গলবার রাত ১১টা নাগাদ অস্ত্রোপচার শুরু হয়। পরিবারের দাবি, মঙ্গলবার রাত তিনটে নাগাদ চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা খারাপ। জ্ঞান ফিরছে না। এরপর বুধবার সকাল সতটায় জানানো হয়, বালকের মৃত্যু হয়েছে। পরিবারে দাবি, চিকিৎসকরা তাঁদের বলেন, হৃদযন্ত্র দুর্বল ছিল। হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। কিন্তু, এই তত্ত্ব মানতে রাজি নয় পরিবার। তাদের দাবি, নিশ্চিয়ই চিকিৎকায় কোনও গাফিলতি হয়েছে। না হলে ভাঙা হাতের অস্ত্রোপচার করতে গিয়ে এ ভাবে কেউ মারা যায়! মৃতের আত্মীয় জানান, নিশ্চয়ই কিছু ভুলভাল করছে না হলে বাচ্চা কী ভাবে মারা যায়। তাঁর আরও দাবি, ময়নাতদন্তের পর দেহ হাতে পেতেও হয়রান হতে হচ্ছে। বৃহস্পতিবার, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের কাছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করে মৃত বালকের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত হবে।