এক্সপ্লোর
বিয়ের প্রস্তাবে নারাজ শিক্ষিকার বাড়িতে 'ভাঙচুর, মারধর ও শ্লীলতাহানি', গ্রেফতার যুবক

কলকাতা: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সল্টলেকে শিক্ষিকার বাড়িতে ভাঙচুর, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। সুকান্তনগরের বাসিন্দা বছর ২৫-এর ওই শিক্ষিকা বেসরকারি স্কুলে পড়ান। অভিযোগ, বিয়ের প্রস্তাব দিয়ে কয়েকদিন ধরেই তাঁকে উত্যক্ত করছে স্থানীয় অরিন্দম কর। রাজি না হওয়ায় গতকাল বিকেলে ৪-৫ জনকে সঙ্গে নিয়ে শিক্ষিকার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় ওই যুবক। শিক্ষিকাকে মারধর ও তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই বেলেঘাটা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















