এক্সপ্লোর
Advertisement
হাসপাতাল থেকে বাড়ি গেলেন অভিষেক
কলকাতা: দুর্ঘটনার দু’সপ্তাহের মাথায় বেলভিউ থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল পাঁচটা কুড়ি নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে আসে তৃণমূল সাংসদের গাড়ি। পিছনের সিটে কালো চশমা পরে বসা অভিষেক। হাসপাতালের সামনে সকাল থেকে অপেক্ষারত তৃণমূল সমর্থকদের মধ্যে দিয়েই তিনি রওনা দেন হরিশ মুখার্জি রোডের বাড়ির উদ্দেশে।
অভিষেককে সোমবার ছাড়া হতে পারে, এই খবর ছড়ানোর পরই সকালে বেলভিউর সামনে ভিড় করেন অসংখ্য তৃণমূল সমর্থক। কারও হাতে ফুল, কারও হাতে প্ল্যকার্ড। হাসপাতাল সূত্রে খবর, সোমবার বিকেল চারটে নাগাদ বৈঠকে বসে চিকিৎসকদের দল। একঘণ্টার বৈঠকে অভিষেককে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রীকেও এসএমএস করে জানিয়ে দেওয়া হয়।
তবে বাড়ি গেলেও, চিকিৎসকরা অভিষেককে ১৫ দিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। সংক্রমণ এড়াতে বাইরের কারও সঙ্গে দেখা না করার পরামর্শও দেওয়া হয়েছে। তৃণমূলের এই তরুণ সাংসদের দেখভালের জন্য ২৪ ঘণ্টা নার্স থাকবেন। প্রয়োজন হলে চিকিৎসকরা বাড়িতে গিয়ে অভিষেককে দেখে আসবেন। তবে স্বাভাবিক খাবার খেতে বা চলাফেরা করতে কোনও অসুবিধা নেই।
এ মাসের ১৮ তারিখ বহরমপুর থেকে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। সেই রাতেই তাঁকে বেলভিউতে নিয়ে আসা হয়। প্রতিদিন তাঁকে দেখতে একাধিকবার হাসপাতালে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার অভিষেকের অস্ত্রোপচার করা হয়। ভাঙা অরবিট বোন সারাতে বসানো হয় টাইটেনিয়ামের প্লেট। চিকিৎসকরা জানিয়েছেন, অভিষেকের গালের একটি সেলাই রবিবার কাটা হয়েছে। তবে চোখের ভিতর ও অরবিটে যে সেলাই রয়েছে তা এখনও কাটা হয়নি। বৃহস্পতি বা শুক্রবার এই সেলাই কাটা হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement