এক্সপ্লোর
Advertisement
ফের বেসরকারি স্কুলে অ্যাডমিশন ও সেশন ফি বৃদ্ধির অভিযোগে নিউটাউনে পথ অবরোধ অভিভাবকদের
কলকাতা:ফের বেসরকারি স্কুলে অস্বাভাবিক হারে অ্যাডমিশন ও সেশন ফি বৃদ্ধির অভিযোগ। প্রতিবাদে নিউটাউনের মৈত্রীনগরে পথ অবরোধ।
স্কুলে আচমকা ফি বাড়ানোর অভিযোগ তুলে, ক’দিন আগে রাজারহাটে পথে নেমেছিলেন অভিভাবকরা। এবার একই ছবি দেখা গেল নিউটাউনেও।
মৈত্রীনগরের এই বেসরকারি স্কুলে কয়েকশো ছেলেমেয়ে পড়াশোনা করে। অভিভাবকদের দাবি, তাঁদের সঙ্গে কথা না বলেই, অ্যাডমিশন ও সেশন ফি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে! আগে সপ্তম শ্রেণির অ্যাডমিশন ফি ছিল ৭ হাজার টাকা। সেটা এখন হয়েছে ১৫ হাজার। ৩০০ থেকে বেড়ে সেশন ফি হয়েছে ৮০০ টাকা।
এভাবে ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার স্কুলের সামনের রাস্তা অবরোধ করেন অভিভাবকরা।
প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। এরপর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন অভিভাবকরা।
অভিভাবকদের একটা বড় অংশের অভিযোগ, রাজ্যের বহু বেসরকারি স্কুলের খরচই লাগামছাড়া। স্কুলে সন্তানের জন্য সব কিছুই মিলবে, তার জন্য গুণতে হবে টাকা। স্কুলের ঠিক করে দেওয়া সেই টাকার অঙ্ক অনেকক্ষেত্রেই আকাশছোঁয়া বলে অভিযোগ। ৩ মার্চ এ নিয়ে বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। ২৩ মার্চ এবিপি আনন্দর অনুষ্ঠানে এসেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার খরচের প্রসঙ্গ টেনে আনেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ক’দিনের মধ্যেই ফি-বিক্ষোভ রাস্তায় নেমে এল। অভিভাবকরা জানিয়েছেন, ৩ এপ্রিলের মধ্যে বর্ধিত ফি প্রত্যাহার করা না হলে, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement