রোগীমৃত্যু ঘিরে উত্তপ্ত ঢাকুরিয়ার আমরি হাসপাতাল, ভাঙচুর
কলকাতা: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালে। হাসপাতালে ভাঙচুর। মৃতের আত্মীয়দের বিরুদ্ধে রামকৃষ্ণ দত্ত রায় এবং মহুয়া ভট্টাচার্য নামে দুই চিকিৎসককে নিগ্রহ করার অভিযোগ। গত মাসের ২৭ তারিখ ডেঙ্গি আক্রান্ত হয়ে গড়ফার বাসিন্দা অ্যান্ড্রুজ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী গুলনার খান এই হাসপাতালে ভর্তি হয়।
পরদিন তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ২৯ তারিখ আত্মীয়দের কাছে দু’দিনের বিল বাবদ ২ লক্ষ টাকা চাওয়া হয় বলে দাবি পরিবারের। টাকা দিতে না পারলে হাসপাতালের তরফে চিকিৎসা বন্ধ করে দেওয়া হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ ওই কিশোরী মারা গেলে ক্ষুব্ধ আত্মীয়রা চিকিৎসায় গাফিলতির অভিযোগ ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর চলে বলে অভিযোগ। ঘটনায় রোগীর পরিবারের তরফে লেক থানায় চিকিত্সায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে।
যাবতীয় অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অত্যন্ত জটিল শারীরিক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ওই কিশোরীর। পাশাপাশি পাল্টা ভাঙচুরের অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও দশমীর দিনে ওই রোগীর পরিবারের সদস্য হাসপাতালের ১ চিকিৎসকে নিগ্রহ করে বলে অভিযোগ।