এক্সপ্লোর
Advertisement
সঞ্জয় কাণ্ডের জের, ইস্তফা দিলেন অ্যাপোলো হাসপাতালের সিইও
কলকাতা: ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যেই ইস্তফা দিলেন অ্যাপোলো হাসপাতালের সিইও রূপালি বসু। তাঁর জায়গায় অস্থায়ী সিইও হচ্ছেন রানা দাশগুপ্ত। তবে ফোন ও এসএমএসে যোগাযোগের চেষ্টা হলেও এ ব্যাপারে রূপালি বসুর প্রতিক্রিয়া মেলেনি।
সঞ্জয় রায়ের মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় অ্যাপোলো। অ্যাপোলোতে সঞ্জয়ের চিকিৎসার বিল হয় ৭ লক্ষ ২৩ হাজার টাকা। অভিযোগ, বিল বকেয়া থাকার জন্য সঞ্জয়কে এসএসকেএমে নিয়ে যেতে বাধা দেয় অ্যাপোলো কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত জমা রাখতে হয় পরিবারের ফিক্সড ডিপোজিটের নথিও। কিন্তু এত কিছুর পরেও বাঁচেননি সঞ্জয়।
সঞ্জয়ের মৃত্যুর পর প্রবল বিতর্কের মুখে অ্যাপোলো কর্তৃপক্ষ জানায়, সঞ্জয়ের পরিবারের এফডি-র নথি এবং পরিবারের দেওয়া টাকা তারা ফেরত দিয়ে দেবে। অ্যাপোলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব সুবীর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্যসচিব এই ঘটনায় একটি রিপোর্ট দিয়েছেন। যাতে অ্যাপোলোর গাফিলতির উল্লেখ রয়েছে বলে নবান্ন সূত্রে দাবি।
অন্যদিকে, সঞ্জয় রায়ের পরিবার ফুলবাগান থানায় যে এফআইআর করেছে, তার প্রেক্ষিতেও তদন্ত শুরু হয়ে গিয়েছে। সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায় রবিবার অ্যাপোলোর চিকিৎসক শ্যামল সরকার ও অন্যান্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে গাফিলতির জেরে মৃত্যু, তোলাবাজি এবং একই উদ্দেশে অপরাধ সংগঠনের মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই অ্যাপোলো কর্তৃপক্ষের কাছে নথি চেয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তদের নোটিস পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement