শহরে অস্ত্র কারবার চক্রের হদিশ, খিদিরপুর থেকে ধৃত মূল পান্ডা সহ ৩
কলকাতা: খিদিরপুরের হোটেল থেকে সিআইডির জালে অস্ত্রপাচারকারী চক্রের মূল পান্ডা ও তার সঙ্গীরা। উদ্ধার হয়েছে কার্তুজ। বিহারের মুঙ্গের থেকে আনা হত অস্ত্র। দাবি সিআইডির। শহরের বুকে বড়সড় অস্ত্রের কারবার চক্রের হদিশ! সিআইডির জালে চক্রের এক পান্ডা-সহ ৩। খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের উল্টোদিকের এক হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতরা হল -- জামিরুল হাসান ওরফে ভিকি, মহম্মদ তারিক ও মহম্মদ সাব্বির। সিআইডি সূত্রে খবর, অস্ত্রপাচারের এই চক্রের কিংপিন জামিরুল হাসান ওরফে ভিকি। জামিরুলের কুরিয়র হিসেবে কাজ করত মহম্মদ তারিক ও মহম্মদ সাব্বির। গোপনসূত্রে খবর পেয়ে, মঙ্গলবার বিকেলে হোটেল থেকে এদেরকে গ্রেফতার করে সিআইডি। উদ্ধার হয় ৬৯ রাউন্ড কার্তুজ।সিআইডি সূত্রে দাবি, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসে এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাচার করত এই চক্র। কলকাতা থেকে মালদার কালিয়াচক, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ সহ বিভিন্ন এলাকায় চলে যেত মুঙ্গেরের অস্ত্র। বুধবার ৩ জনকে শিয়ালদা আদালতে তোলা হলে তাদের ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের জেরা করে অস্ত্র কারখানার ব্যাপারে তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন সিআইডি কর্তারা।