এক্সপ্লোর
এটিএম জালিয়াতি কাণ্ডে নয়া তথ্য, দিল্লির কোনও চক্র জড়িত, প্রাথমিকভাবে মনে করছে পুলিশ

কলকাতা: এটিএম জালিয়াতি কাণ্ডে উঠে এল নতুন তথ্য। দিল্লির কোনও প্রতারণা চক্র এই কাণ্ডের নেপথ্যে রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। সূত্রের খবর, সংগঠিতভাবে প্রতারণার ছক কষা হয়। এপ্রিল থেকে বিভিন্ন এটিএমে স্কিমার লাগিয়ে শুরু হয় গ্রাহকের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ। টাকা তোলা শুরু হয় জুলাই মাসে। সবথেকে বেশি টাকা তোলা হয় ২৮ ও ২৯ জুলাই। ২৮ তারিখ ছিল চতুর্থ শনিবার, ২৯ তারিখ রবিবার। ওই দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সুযোগ নেয় প্রতারকরা। গোটা অপরাধ দিল্লি থেকে সংগঠিত হয়েছে বলে অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই কলকাতা থেকে রাজধানীতে পৌঁছেছে বিশেষ তদন্তকারী দল। কলকাতার বিভিন্ন এটিএমের সিসিটিভি ফুটেজ ও দিল্লির এটিএমগুলির ফুটেজ মিলিয়ে দেখে প্রতারকদের চিহ্নিত করার চেষ্টা করবেন তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















