এক্সপ্লোর
পড়ুয়া, বিজেপি ও সিপিএম- তিন মিছিল ঘিরে সুলেখা মোড়ে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশপরা গুণ্ডাবাহিনীর হামলার প্রতিবাদে পড়ুয়াদের মিছিল ও পাল্টা বিজেপির মিছিল ঘিরে কলকাতার রাজপথে ধুন্ধুমার। পড়ুয়াদের মিছিলের পাল্টা পথে বিজেপি।যাদবপুরের সুলেখা মোড়ে মুখোমুখি দুই মিছিল। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। এই এলাকায় সিপিএমেরও একটি মিছিল হয়।
![পড়ুয়া, বিজেপি ও সিপিএম- তিন মিছিল ঘিরে সুলেখা মোড়ে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ Attack On JNU: tension at Sulekha more over three separate rallies of CPM, students and BJP পড়ুয়া, বিজেপি ও সিপিএম- তিন মিছিল ঘিরে সুলেখা মোড়ে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/06202834/WEB-jadavpur-rally-clash-still-060120.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশপরা গুণ্ডাবাহিনীর হামলার প্রতিবাদে পড়ুয়াদের মিছিল ও পাল্টা বিজেপির মিছিল ঘিরে কলকাতার রাজপথে ধুন্ধুমার। পড়ুয়াদের মিছিলের পাল্টা পথে বিজেপি।যাদবপুরের সুলেখা মোড়ে মুখোমুখি দুই মিছিল। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। এই এলাকায় সিপিএমেরও একটি মিছিল হয়।
সুলেখা মোড়ে প্রায় ৫০ মিটার দূরত্বে মুখোমুখি হয়ে পড়ে পড়ুয়া ও বিজেপির মিছিল। পুলিশ দুই পক্ষকে আটকে রাখে। এরইমধ্যে দুই পক্ষের স্লোগানে-স্লোগানে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে ছোটখাটো একটি ধস্তাধস্তির ঘটনাও পুলিশের হস্তক্ষেপে দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে বিজেপিকে মিছিল শেষ করে ফিরে যাওয়ার জন্য পুলিশ পাঁচ মিনিট সময় দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু বিজেপি কর্মী-সমর্থকরা সে কথা মানতে নারাজ হন।
যাদবপুরের পড়ুয়া ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। পুলিশ দুইপক্ষকে লাঠিচার্জ করে। বিজেপি কর্মীরা হঠে যান।
কিন্তু পড়ুয়ারা হঠতে রাজি হননি। এরপর পড়ুয়াদের ওপর লাঠিচার্জের পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পড়ুয়ারা জায়গা থেকে সরতে রাজি হননি।পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচণায় মারধরের অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। তাঁরা পুলিশের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
Kolkata Police is making all efforts to cooperate with students & law abiding citizens to maintain peace. Senior Officers are in the Jadavpur area to help you. In case of any assistance or complaints please contact us immediately. Kolkata police is with you, now and always.
— Kolkata Police (@KolkataPolice) January 6, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)