এক্সপ্লোর
ভবানীপুর থেকে ট্যাক্সি ছিনতাই, চেতলায় তরুণীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা: ভর সন্ধ্যেয় চেতলা এলাকা থেকে তরুণীকে অপহরণের চেষ্টার ছক বানচাল। গ্রেফতার মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, রবিবার ভবানীপুর থেকে একটি ট্যাক্সি ছিনতাই করে চেতলায় আসে দুষ্কৃতী লালবাবু ও তার এক সঙ্গী। রাত ৮টা নাগাদ চেতলার সব্জিবাগান থেকে জোর করে এক তরুণীকে ট্যাক্সিতে তুলে অপহরণের চেষ্টা করে তারা। তরুণীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। হাতেনাতে ধরে ফেলে লালবাবুকে। পালিয়ে যায় তার সঙ্গী। পুলিশ জানিয়েছে, লালবাবুর বিরুদ্ধে এর আগে খুনের অভিযোগও রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















