মহিলা যাত্রীর ‘শ্লীলতাহানি’, গ্রেফতার অটোচালক
কলকাতা: ভরদুপুরে খাস কলকাতার বুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করলেন এক মডেল। গ্রেফতার অভিযুক্ত। অভিযোগকারিণীর দাবি, সোমবার দুপুরে বাঘাযতীন যাওয়ার জন্য যাদবপুর থানার সামনে থেকে গোলপার্ক-গড়িয়া রুটের একটি অটোয় ওঠেন তিনি। পেশায় মডেল এই তরুণীর দাবি, অটোয় উঠে জানতে চান,কত ভাড়া? চালক বলেন, সাত টাকা। অটোতে বসেই ওই ভাড়া মিটিয়ে দেন বছর ছাব্বিশের ওই তরুণী। তাঁর অভিযোগ, বাঘাযতীনে নামার পর অটোচালক বলেন ভাড়া বাকি আছে। তরুণী বলেন, একটু আগেই তো সাত টাকা দিলাম! অটোচালক বলেন, সাত নয়, ভাড়া দশ টাকা। তরুণীর দাবি, বাকি তিন টাকা দিতে গেলে হাত চেপে ধরেন অটোচালক! কিছুতেই হাত ছাড়ছিলেন না! তিনি বলেন, রাস্তায় চিতকার করলাম। তখন হাত ছেড়ে দেয়। অটোচালক বলে, দেখুন না টাকা দিচ্ছে না। এরপর অটো নিয়ে পালিয়ে যায়। লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত অটোচালক প্রসেনজিৎ পালকে গ্রেফতার করে পুলিশ।