Baghbazar Fire Updates: ‘যার যেখানে ঘর, পুরসভা তৈরি করে দেবে’, বাগবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী
৫ কেজি করে চাল-ডাল-আলু ও বাচ্চাদের দুধ দেওয়া হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়...
![Baghbazar Fire Updates: ‘যার যেখানে ঘর, পুরসভা তৈরি করে দেবে’, বাগবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী Baghbazar Slum Fire KMC To Rebuild Destroyed Homes CM Mamata Banerjee Assures Slum-Dwellers Baghbazar Fire Updates: ‘যার যেখানে ঘর, পুরসভা তৈরি করে দেবে’, বাগবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/14180124/web-mamata-bagbazar-still-2-new-140121.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাগবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী। এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি, চাল, ডাল, আলু ও বাচ্চাদের দুধ দেওয়া হবে জানিয়ে রাখেন। তিনি বলেন, ‘যার যেখানে ঘর, পুরসভা ঘর তৈরি করে দেবে। ৫ কেজি করে চাল-ডাল-আলু ও বাচ্চাদের দুধ দেওয়া হবে।’
বুধবার সন্ধেয় আগুনের গ্রাসে নিশ্চিহ্ন হয়ে যায় বাগবাজারের হাজারহাট এলাকার অসংখ্য ঝুপড়ি। পর পর সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আগুন ছড়িয়ে পড়ে বাগবাজার মায়ের বাড়ির অফিসের একাংশেও।
গতকাল সন্ধে সাড়ে ৬টা নাগাদ, হঠাৎ আগুন লাগে ঝুপড়িতে। দমকল পৌঁছনোর আগেই ফাঁটতে শুরু করে একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডার। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।
কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, তা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না ওই কয়েকটি ইঞ্জিনের পক্ষে। পরে ঘটনাস্থলে পৌঁছয় আরও ২২টি ইঞ্জিন। অনেক দূর পর্যন্ত জল ছেটানোর জন্য আনা হয় হাইস্পিড জেট ইঞ্জিন।
ঘটনাস্থলের ঠিক পাশেই বাগবাজারের মায়ের বাড়ির অফিস। বাড়ির তিনতলা পর্যন্ত অফিসের একাংশ ক্ষতিগ্রস্ত হয় আগুনে। পুড়ে গিয়েছে প্রচুর নথিপত্র।
গত দু-দিনে কলকাতায় ৫ ডিগ্রি নেমেছে পারদ। সেই শীতের রাতেই নিরাশ্রয় হয়ে পড়লেন বাগবাজার হাজারহাট এলাকার শতাধিক পরিবার। মাথার উপর ছাদ হারালেন প্রায় ৬০০ জন মানুষ।
তার মধ্যেই দমকল দেরিতে পৌঁছনোর অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও দমকল সূত্রে দাবি, অগ্নিকাণ্ডের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। তার ফলে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে।
আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন কয়েকজন দমকলকর্মী। রাতে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
ঘরহারা মানুষগুলির জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু কীভাবে এই বিধ্বংসী আগুন লাগে, তা খতিয়ে দেখছে দমকল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)