এক্সপ্লোর
Advertisement
ব্যবসার কাজে চিনে গিয়ে মৃত্যু, মর্গেই পড়ে দেহ, করোনা আবহে সৎকারে সমস্যা, আতান্তরে বেনিয়াপুকুরের পরিবার
বৃদ্ধ বয়সে পুত্র হারানোর শোক!ছেলের মৃত্যুর খবরে যখন বুক ফাটছে কান্নায়..., তখন শেষকৃত্য কীভাবে হবে, তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা! মৃতদেহ পেতেই লাগবে ৮ থেকে ১০ লক্ষ টাকা!উদ্বেগে বেনিয়াপুকুরের ব্যবসায়ীর পরিবার!মৃতের নাম ইমতিয়াজ আহমেদ।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:বৃদ্ধ বয়সে পুত্র হারানোর শোক!ছেলের মৃত্যুর খবরে যখন বুক ফাটছে কান্নায়..., তখন শেষকৃত্য কীভাবে হবে, তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা! মৃতদেহ পেতেই লাগবে ৮ থেকে ১০ লক্ষ টাকা!উদ্বেগে বেনিয়াপুকুরের ব্যবসায়ীর পরিবার!মৃতের নাম ইমতিয়াজ আহমেদ।
পরিবারের দাবি, করোনা আবহে ব্যবসার জন্য গত মার্চ মাসে চিনে গিয়ে আটকে পড়েন ইমতিয়াজ।অগাস্ট মাসে অসুস্থ হন তিনি।১২ সেপ্টেম্বর মৃত্যু হয়।
পরিবারের দাবি ,এরপরই শুরু টানাপোড়েন। তাঁদের দাবি,করোনা আবহে মৃতদেহ চিন থেকে ভারতে আনতে লাগবে ৮ থেকে ১০ লক্ষ টাকা। তাঁদের ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। আর টাকা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। বর্তমানে চিনে মর্গেই পড়ে রয়েছে দেহ!
চিনের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে ব্যবসায়ীর পরিবার। চিনেই দেহ সৎকার করার আবেদন করা হয়। করোনার কারণে স্থানীয় প্রশাসনের থেকে সেই অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে চিনের ভারতীয় দূতাবাস। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রের দিকে সাহায্যের জন্য তাকিয়ে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement