অসুস্থতার জন্য সিআইডি দফতরে হাজির হলেন না ভারতী ঘোষের স্বামী, মাদুরদহের ফ্ল্যাটে ফের সিআইডি-তল্লাশি
কলকাতা: মাদুরদহে ভারতী ঘোষের ফ্ল্যাটে ফের সিআইডি-তল্লাশি। আরও সম্পত্তির খোঁজে ধৃত কেয়ারটেকারকে নিয়ে তল্লাশি গোয়েন্দাদের। অসুস্থতার কারণ দেখিয়ে ভবানীভবনে গেলেন না ভারতীর স্বামী। মঙ্গলবার দিনভর মাদুরদহে ভারতী ঘোষের ফ্ল্যাট সহ তিন জায়গায় তল্লাশির পর রাতেই প্রাক্তন আইপিএসের স্বামী এম এ ভি রাজুকে নোটিস পাঠায় সিআইডি। বুধবার বেলা ১২টার মধ্যে হাজির হতে বলা হয় ভবানীভবনে। কিন্তু অসুস্থতার কারণে হাজির হননি তিনি। ভবানী ভবনে হাজির হয়ে তাঁর আইনজীবীরা চিঠি দিয়ে জানান, এম এ ভি রাজু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে ৭ দিন সময় দেওয়া হোক। ভারতী ঘোষের স্বামী ভবানীভবনের হাজির না হলেও তল্লাশি অব্যাহত সিআইডির। মঙ্গলবারের মতো বুধবারও মাদুরদহর ফ্ল্যাটে তল্লাশি চালান গোয়েন্দারা। দুপুরে ধৃত কেয়ারটেকার রাজমঙ্গল সিংহকে নিয়ে ভবানীভবন থেকে মাদুরদহ রওনা হয় সিআইডি-র একটি দল। গোয়েন্দাদের সন্দেহ, ওই ফ্ল্যাটের বন্ধ ঘরে আরও টাকা লুকনো আছে। সিআইডির-র অনুমান, সব টাকার কথাই রাজমঙ্গল জানেন। তবে এদিন কত টাকা উদ্ধার হয়েছে তা জানায়নি সিআইডি।