এক্সপ্লোর
রণক্ষেত্র পাম অ্যাভেনিউ, দুষ্কৃতী-সংঘর্ষে পুড়ল বাইক, ভাঙচুর গাড়ি

কলকাতা: প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে ভোররাতে রণক্ষেত্র হয়ে উঠল পাম অ্যাভিনিউ এলাকা। স্থানীয় সূত্রে খবর, এলাকায় প্রোমোটিংকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে শেখাওয়াত আলি ওরফে জুবের এবং সানওয়ার-বা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এরা বেআইি প্রমোটিং চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ। পুলিশের সামনেই জুবের আলিকে উইকেট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, তার অবস্থা সঙ্কটজনক। এরপরই উত্তেজনা ছড়ায়। একের পর এক মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় গাড়ি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















