এক্সপ্লোর
Advertisement
বিএসএনএল নিয়ে এল আনলিমিটেড প্ল্যান, শুরু ৯৯ টাকায়, শহরে ৪ জি পরিষেবা চালু হতে পারে মার্চ থেকে
কলকাতা: কলকাতা সার্কেলের জন্য আনলিমিটেড প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এই প্ল্যানের শুরু ৯৯ টাকা থেকে। টেলি পরিষেবা ক্ষেত্রে ক্রমবর্দ্ধমান ট্যারিফ-যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এই প্ল্যানের ঘোষণা করল বিএসএনএল।
শহরে সংস্থার ৪ জি পরিষেবা চালুর আগে ২,১০০ MHz স্পেকট্রাম ব্যান্ড নিয়ে উদ্দীপ্ত বিএসএনএল। যা আগামী মার্চের শুরুতেই চালু হয়ে যাবে বলে আশা। ক্যালকাটা টেলিফোনসের সিজিএম এসপি ত্রিপাঠী এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যেই ২,১০০ MHz স্পেকট্রাম ব্যান্ড চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সরঞ্জাম ইতিমধ্যেই প্রস্তুত। একইসঙ্গে ৬৫০ টি টাওয়ারের মাধ্যমে শহরে পর্যায়ক্রমে ৪ জি পরিষেবা চালু হওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন ত্রিপাঠী।
সিজিএম জানিয়েছেন, তাঁদের আনলিমিটেড প্ল্যানের শুরু ৯৯ টাকা থেকে। ৯৯ টাকায় ২৬ দিন, ৩১৯ টাকায় ৯০ দিনের জন্য (দিল্লি ও মুম্বই ছাড়া) আনলিমিডেট ভয়েস কল ও রোমিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা।
৯৯৯ টাকার প্ল্যানে বিএসএনএল গ্রাহকরা আনলিমিটেড কল ও প্রতিদিন ১ জিবি করে হাইস্পিড ডেটা ১৮১ দিনের জন্য পাবেন।
ত্রিপাঠী বলেছেন, ট্যারিফ-যুদ্ধ থিতু হওয়ার সঙ্গে সঙ্গে আগামী অর্থবর্ষে বিএসএনএল অনেকটাই ভালো করবে। চলতি অর্থবর্ষে কোম্পানির রাজস্ব ৫১০ -৫৫০ কোটি টাকা হওয়ার ব্যাপারে আশাবাদী বিএসএনএল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement