ভারতী-ঘনিষ্ঠের ফ্ল্যাটে তল্লাশি সিআইডির, উদ্ধার প্রায় আড়াই কোটি টাকা
কলকাতা: ভারতী ঘোষের এক ঘনিষ্ঠর ফ্ল্যাটে সিআইডি অভিযান। বন্ধ আলমারি ভেঙে আড়াই কোটির হদিশ। মাদুরদহের যে আবাসনের কেয়ারটকার রাজমঙ্গল সিংহকে গ্রেফতার করেছে সিআইডি, মঙ্গলবার সকাল ১১ টা থেকে সেই আবাসনে তল্লাশি চালান গোয়েন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় ডিআইজি সিআইডি নিশাত পারভেজ জানান, আদালতের নির্দেশে সার্চ ওয়ারেন্ট নিয়ে, রাজমঙ্গলের বয়ানের ভিত্তিতে এদিন তিন জায়গায় তল্লাশি চালানো হয়। সন্ধে পর্যন্ত তল্লাশিতে মাদুরদহের ফ্ল্যাটের একটি বন্ধ আলমারি থেকে উদ্ধার হয়েছে ২ কোট ৪০ লক্ষ টাকা। সিআইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার সবই ৫০০ ও ১০০ টাকার নোট। তার মধ্যে ৫০০ টাকার নোটই বেশি। রবিবার গ্রেফতারের পর সোমবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয় রাজমঙ্গল সিংহকে। সিআইডি সূত্রের খবর, আদালতে তারা জানায়, নোট বাতিলের পর ভারতী ঘোষ তাঁর বিপুল পরিমাণ পুরনো টাকা, সোনা ও নতুন টাকায় বদলে নেন। সেই টাকা ধৃতের মাধ্যমে গোপন জায়গায় রাখা হয়। ধৃত রাজমঙ্গল সিংহ ষড়যন্ত্রে জড়িত। তিনি জানেন, কোথায় টাকা সরানো হয়েছে। সেইমতো এদিন সকাল থেকে শুরু হয় তল্লাশি। শুধু মাদুরদহই নয়, টালিগঞ্জ থানা এলাকার শরত্ চট্টোপাধ্যার রোডের বাড়ি সহ ২টি বাড়িতেও তল্লাশি চলে। সিআইডি সূত্রে খবর, যে তিনটি জায়গায় তল্লাশি হয়েছে তার মধ্যে মাদুরদহের আবাসনে ৫টি ফ্ল্যাট ভারতী ঘোষের নামে। ৫টি ফ্ল্যাটের একটি থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। নিয়ম বিরুদ্ধভাবে তল্লাশির অভিযোগ তুলে সিআইডির বিরুদ্ধে সোমবারই নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন ভারতী ঘোষের স্বামী। এদিন অভিযোগ দায়ের করেন আনন্দপুর থানায়। যদিও সিআইডির দাবি, নিয়ম মেনেই তল্লাশি চালানো হয়েছে। সিআইডি কোনও বেআইনি কাজ করেনি। সিআইডির আশঙ্কা, বাইরের রাজ্যেও টাকা পাচার করা হয়ে থাকতে পারে। গোয়েন্দাদের কয়েকটি দল ইতিমধ্যেই ভিনরাজ্যে পাড়ি দিয়েছে। আরও কয়েকটি দল ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে বলে সিআইডি সূত্রে খবর।