এক্সপ্লোর
জাতীয়তা বিরোধী মন্তব্যের অভিযোগে টিপু সুলতান মসজিদের শাহি ইমাম পদ থেকে অপসারিত বরকতি

কলকাতা: টিপু সুলতান মসজিদের শাহি ইমামের পর থেকে মৌলানা নুরুর রেহমান বরকতিকে অপসারণ করা হল। দেশদ্রোহিতার অভিযোগ তুলে এই বিতর্কিত ইমামকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে টিপু সুলতান মসজিদের ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ডের প্রধান শাহজাদা আনওয়ার আলি শাহ বলেছেন, ‘জাতীয়তা বিরোধী মন্তব্য করে বরকতি দেশ ও সম্প্রদায়ের অমর্যাদা করেছেন। বাস্তবে তিনি আরএসএসের মতো মৌলবাদী শক্তিগুলিকেই উত্সাহিত করেছেন। তিনি আমাদের সম্প্রদায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। তাই আমরা মনে করছি, মসজিদের ইমাম পদে থাকার কোনও অধিকার তাঁর নেই’। উল্লেখ্য, কিছুদিন আগেই গাড়ি থেকে লালবাতি সরাতে অস্বীকার করে নয়া বিতর্ক তৈরি করেছিলেন বরকতি। গত ১ মে থেকে দেশে গাড়িতে লাল বা নীল বাতির ব্যবহার নিষিদ্ধ হয়েছে। কিন্তু বরকতি তাঁর গাড়ি থেকে তা সরাননি। এ জন্য আজব যুক্তিও খাড়া করেছিলেন তিনি। পরে তাঁর গাড়ি থেকে লালবাতি সরে। এ বিষয়ে বরকতি বলেছিলেন, লাল বাতি সরাতে তাঁর ওপর কোনও রাজনৈতিক চাপ ছিল না। শাহী ইমাম হিসেবে তিনি আইন মেনে চলবেন। কলকাতা ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, বরকতি তাঁর গাড়ি থেকে লালবাতি সরিয়ে নিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে তাঁর কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে নিশানা করেছিলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















