এক্সপ্লোর
Advertisement
পড়ুয়াদের হাতে ফোন, স্কুলের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
কলকাতা: স্কুলে নেওয়া যাবে মোবাইল। অশোক হল গ্রুপ অফ স্কুলসের নির্দেশিকায় বিতর্ক। পড়ুয়াদের ফোন ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন অভিভাবকদের। এত অল্প বয়সে মোবাইলের কী প্রয়োজন। প্রশ্ন অভিভাবক থেকে খুদে পড়ুয়াদেরও। ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা ভেবেই এই সিদ্ধান্ত, যুক্তি কর্তৃপক্ষের।
অভিভাবকদের বক্তব্য, তাঁরা তো স্কুল কর্তৃপক্ষের দায়িত্বেই ছেলেমেয়েদের পাঠান। সেখানে দায়টা স্কুল কর্তৃপক্ষেরই। স্কুলে কোনও কিছু হলে কর্তৃপক্ষই তো অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেজন্য বাচ্চাদের হাতে ফোন তুলে দেওয়ার নির্দেশের প্রয়োজনীয়তা নিয়েই তাঁরা প্রশ্ন তুলেছেন। ওই অভিভাবকরা সাফ জানিয়েছেন, তাঁরা স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।
পড়ুয়াদের মধ্যে কেউ কেউ অবশ্য মোবাইল রাখতে পারবে ভেবে খুশি প্রকাশ করেছে।যদিও বেশিরভাগই মোবাইল ফোন সঙ্গে রাখতে নারাজ। তাদের অনেকেরই আশঙ্কা, মোবাইল হারিয়ে যেতে পারে।
স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে অনেকে বলছেন, বাচ্চারা স্কুলে আসে পড়াশোনা করার জন্য। তাঁদের প্রশ্ন হাতে মোবাইল থাকলে শিশুদের পড়াশোনায় মনোযোগে ব্যাঘাত ঘটবে না তো?
ইদানিং মোবাইল সংক্রান্ত বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে। শিশুমনে অনেক সময় নিষিদ্ধ বিষয়ের প্রতি আকর্ষণ থাকে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মোবাইল ব্যবহারের ফলে যদি কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটে, তাহলে তার দায় কে নেবে?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement