COVID-19 Vaccine Phase 3 Trial: কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু নাইসেডে, প্রথম টিকা পেলেন বিপ্লব যশ
তৃতীয় দফার ট্রায়াল হবে দেশের ২৪টি কেন্দ্রেটিকা দেওয়া হবে মোট ২৫ হাজার ৮০০ জনকেতার মধ্যে কলকাতায় দেওয়া হবে ১০০০ জনকেএটিই হতে চলেছে ভারতের সর্ববৃহৎ ট্রায়াল
কলকাতা: আজ থেকে নাইসেডে কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হল। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যপাল। যদিও, গতকালই একজনকে বেলেঘাটার নাইসেডে একজনকে টিকা দেওয়া হয়। প্রথম টিকা পেলেন বিপ্লব যশ।
তবে, সরকারিভাবে আজ থেকে নাইসেডে কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল। আজ সরকারিভাবে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল।
টিকা দেওয়া হবে ১ হাজার স্বেচ্ছাসেবককে। নাইসেড সূত্রে খবর প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে ‘কোভ্যাকসিন’ ভাল ফল দিয়েছে। তৃতীয় দফার ট্রায়াল হবে দেশের ২৪টি কেন্দ্রে।
টিকা দেওয়া হবে মোট ২৫ হাজার ৮০০ জনকে। তার মধ্যে কলকাতায় দেওয়া হবে ১০০০ জনকে। এটিই হতে চলেছে ভারতের সর্ববৃহৎ ট্রায়াল।
Inaugrated Phase III Regulatory Trial of COVAXIN at ICMR-NICED @ICMRDELHI today at 11 am at ICMR NICED II Building at Kolkata. pic.twitter.com/2ppGsxq6cr
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 2, 2020
স্বেচ্ছাসেবকদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়ে গিয়েছে। তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে। বাড়ি নাইসেড থেকে ১০ কিলমিটারের মধ্যে। প্রত্যেককে ২ জোড়া করে দেওয়া হবে টিকা। যাঁরা টিকা নেবেন তাঁদেরকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা NIV এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি ‘কো-ভ্যাকসিন’। অন্যদিকে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ‘কোভো-ভ্যাক্স’-এর ট্রায়াল হবে ১০০ জন স্বেচ্ছাসেবকের ওপর।
টিকা নেবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ট্রায়ালের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানো হয়েছিল স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে।
পরে, রাজ্যপাল ট্যুইট কের লেখেন, সকাল ১১টায় আইসিএমআর-এর অধীনস্থ নাইসেডে কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হল।
এদিকে, করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্রের বক্তব্যে তৈরি হল বিভ্রান্তি। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা কখনই বলেনি সরকার। বরং এধরনের বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে বাস্তব তথ্যের ভিত্তিতে আলোচনা করা বেশি গুরুত্বপূর্ণ।
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, করোনা ভ্যাকসিন বাজারে এলে, তা সবাইকে দেওয়া হবে। বিহার ভোটের আগেও একই প্রতিশ্রুতি দেন মোদি। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সেই আশায় জল ঢালায় তৈরি হয়েছে বিভ্রান্তি।