Bangladesh:শুধু জাল পাসপোর্ট নয়,মুর্শিদাবাদের ২ বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম মহম্মদ শাদ রাডির
ABP Ananda Live: আগেও কলকাতায় এসেছিল ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি। শ্যালককে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরেছিল জাভেদ আহমেদ মুন্সি। ২০২২ সালে ১০-১২ দিনের জন্য ক্যানিংয়ে শ্যালকের বাড়িতে এসেছিল জাভেদ। কাশ্মীরে ঠান্ডা পড়ায় কলকাতায় এসেছে বলে দাবি করেছিল জাভেদ। এমনটাই জানিয়েছেন, ধৃত কাশ্মীরি জঙ্গির শ্যালক গুলাম মহম্মদ। এবছর কয়েকদিন আগে দিল্লি থেকে ক্যানিংয়ে আসে জাভেদ। তারপর শনিবার রাতে শ্যালকের বাড়ি থেকে জাভেদকে গ্রেফতার করে পুলিশ।
দিন কয়েক আগেই মুর্শিদাবাদ থেকে আনসারুল্লা বাংলা টিমের দুই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। আর এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করা হল তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সিকে। সন্দেহভাজন এই জঙ্গি শ্রীনগরের চানপুরার বাসিন্দা। জানা যাচ্ছে, আল কায়েদার কাছ থেকে প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছিল জাভেদ। অতীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু-কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, প্রথমে দিল্লি থেকে বিমানে কলকাতায় আসে সন্দেহভাজন জঙ্গি জাভেদ। এরপর কলকাতা বিমানবন্দর থেকে গাড়ি করে যায় ক্যানিংয়ে। সেখানেই এক আত্মীয়ের বাড়িতে ঘাঁটি গেড়েছিল জাভেদ। আত্মীয়ের চাঞ্চল্যকর অভিযোগ, এই প্রথম নয়, ২ বছর আগেও রাজ্যে এসেছিল জাভেদ।


















