এক্সপ্লোর
Advertisement
করোনা মোকাবিলা নিয়ে ফের খোঁচা রাজ্যপালের, মুখ্যমন্ত্রীকে পরামর্শ, ‘প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে কাজ করুন’
ফের করোনা মোকাবিলা নিয়ে খোঁচা রাজ্যপালের।
করোনা: ফের করোনা মোকাবিলা নিয়ে খোঁচা রাজ্যপালের। ট্যুইটারে কোভিড মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে পরামর্শ জগদীপ ধনকড়ের।
রাজ্যপালের ট্যুইট, "করোনা মোকাবিলায় প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে কাজ করুন, গঠনমূলক ব্যবস্থা নিন। এটা সমালোচনার সময় নয়। বরং কেউ লকডাউন অমান্য করলে, পদস্থ আধিকারিকরা ব্যবস্থা নিতে ব্যর্থ হলে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। দ্বিতীয় দফার লকডাউনে মানুষের প্রতিক্রিয়া ইতিবাচক। নিজেদের একশো শতাংশ দিয়ে লকডাউন সফল করার চেষ্টা করুন।"
অতীতে শিক্ষা, আইন এবং একে অপরের এক্তিয়ার নিয়ে বারংবার দ্বন্দ্বে জড়িয়েছে রাজভবন ও নবান্ন। জগদীপ ধনকড়ের মন্তব্য, তারপর সরকার কিংবা শাসক দল তৃণমূলের তরফে তার পাল্টা প্রতিক্রিয়া, করোনা সঙ্কটেও ছবিটা পাল্টাল না। এবার রাজ্যপালের ক্ষোভের নিশানায় মুখ্যমন্ত্রী ও তাঁর দফতর। পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ রাজ্যে ১০০ শতাংশ লকডাউন কার্যকর করতে ব্যর্থ বলে অভিমত ধনকড়ের। ধর্মীয় জমায়েত বন্ধ করা এবং সামাজিক দূরত্ব তৈরি করতে প্রশাসন ব্যর্থ, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের। তাঁর অভিযোগ, “করোনা মোকাবিলায় পুঙ্খানুপুঙ্খভাবে লকডাউন কার্যকর করতে হবে। কিন্তু পুলিশ প্রশাসন সেই কাজে ব্যর্থ। লকডাউনকে সফল করতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা প্রয়োজন।”
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement