শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি অনার্সের চূড়ান্ত ফলপ্রকাশ
কলকাতা: পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের পর শুক্রবার প্রকাশিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনার্সের চূড়ান্ত ফল। বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি-র অনার্সের ফল প্রকাশিত হবে দুপুর সাড়ে তিনটেয়। ওই সময় থেকেই বিশ্ববিধ্যালয়ের দু’টি ওয়েবসাইটে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। হাইফেন ছাড়া ১০ সংখ্যার রোল নম্বর লিখে ফল জানা যাবে যে সাইটগুলিতে, সেগুলি হল www.wbresults.nic.in এবং www.exametc.com। এছাড়াও ফল জানা যাবে এএসএম করে। CUUG লেখার পর স্পেস দিয়ে হাইফেন ছাড়া লিখতে হবে ১০ সংখ্যার রোল এবং নম্বর। পাঠাতে হবে 54242 নম্বরে। তিনটি স্তরেই পরীক্ষা হয় এপ্রিল মাসের ৪ থেকে ১৩ তারিখ পর্যন্ত। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হুগলির ১৩৯টি কলেজে ৫৫ টি বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫১ হাজার ২০০। শুক্রবার ফলা জানা গেলেও ২৮ জুন, বুধবার মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা।