(Source: ECI/ABP News/ABP Majha)
কলকাতায় চার দফা, হাওড়া, হুগলি ও দঃ ২৪ পরগনায় ছাত্রভোট এক দফায়
কলকাতা: কলকাতার ছাত্রভোট ৪ দফায়। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ভোট এক দফাতেই। সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। তবে অনলাইনে মনোনয়ন দাখিল নিয়ে সিদ্ধান্তের ভার কলেজের ওপর ছাড়ল বিশ্ববিদ্যালয়। সরকারি তরফে আগেই বলে দেওয়া হয়েছে, রাজ্যে ছাত্রভোট হবে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিন শতাধিক কলেজের ছাত্রভোট নিয়ে বৃহস্পতিবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উপাচার্য, সহ উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রশাসনের সাহায্যেই হবে ছাত্রভোট। কলকাতায় ৬৫টি কলেজে ভোট হবে ৪ দফায়- ২৭, ২৮, ৩০ ও ৩১ জানুয়ারি। হাওড়ার ১৮টি কলেজে ভোট এক দফায়, ১৯ জানুয়ারি। হুগলি জেলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনে কলেজের সংখ্যা ৭, দক্ষিণ ২৪ পরগনায় সেই সংখ্যা ৩৯। দু’টি জেলার ৪৬টি কলেজেও ছাত্রভোট হবে এক দফায়, আগামী ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের নির্ঘণ্ট ঠিক সকরবে সংশ্লিষ্ট কলেজগুলি। তবে তা অনলাইনে হবে কি না, সেই সিদ্ধান্তের ভারও কলেজের ওপর ছেড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, এবারও সিংহভাগ কলেজে ছাত্রভোটের মনোনয়নপত্র জমা ও তোলা হবে অফলাইনে। আর এখানেই অশান্তির সিঁদুরে মেঘ দেখছে শিক্ষা মহলের একাংশ। কারণ, রাজ্যের ৯০ শতাংশের বেশি ছাত্র সংসদ শাসক দলের দখলে হলেও ছাত্রভোটকে ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। ক্যাম্পাসের দখলদারি ঘিরে ঝরেছে রক্ত, মৃত্যু হয়েছে ছাত্র থেকে পুলিশের। সেক্ষেত্রে এবারও তার পুনরাবৃত্তি হবে বলে আশঙ্কা করছে শিক্ষা মহলের একাংশ।