সাহিত্যিক নবনীতা দেব সেনের জীবনাবসান
মৃত্যুকালে সাহিত্যিক নবনীতা দেব সেনের বয়স হয়েছিল ৮১।
কলকাতা: প্রয়াত সাহিত্যিক নবনীতা দেব সেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে হয়েছিল ৮১। সূত্রের খবর সন্ধে ৭.৩৫ মিনিটে জীবনাবসান হয়েছে তাঁর। "দেখা করতে পারলে ভাল হত, ওনার অভাব বহুদিন মনে রাখবেন মানুষ", প্রতিক্রিয়া অমর্ত্য সেনের।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি কবি দম্পতি নরেন্দ্র দেব ও রাধারানি দেবের পরিবারে জন্মগ্রহণ করেন নবনীতা দেব সেন। পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি তাঁর স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। পিএইচডি করেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেন বিশ্ববরেণ্য এই বাঙালি সাহিত্যিক।
২০০০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন নবনীতা দেব সেন। তার আগেই অবশ্য সাহিত্য আকাদেমি পুরস্কারে (১৯৯৯) পুরস্কৃত হন তিনি। ২০০৪ সালে কমল কুমারী জাতীয় সম্মানেও ভূষিত হন নবনীতা।
তাঁর প্রথম প্রকাশিত বই ‘প্রথম প্রত্যয়’। প্রকাশিত হয়েছিল ১৯৫৯ সালে। বাংলা ভাষার ছাড়াও ইংরাজি, হিন্দি, ওড়িয়া, অসমিয়া, ফরাসি, জার্মান, সংস্কৃত ও হিব্রু ভাষায় দখল ছিল তাঁর।
সাহিত্যিক নবনীতা দেব সেনের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকাহত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
Saddened at the passing away of noted litterateur and academic Nabaneeta Dev Sen. A recipient of several awards, her absence will be felt by her myriad students and well-wishers. My condolences to her family and admirers.
— Mamata Banerjee (@MamataOfficial) November 7, 2019